অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়ছে

Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীতকরণে বিদ্যালয়গুলোর তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিভাগীয় পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়। চিঠিতে কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা যাবে, তা নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, নিম্নমাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু আছে।

আরো পড়ুন: চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে বৃহৎ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

এতে আরও বলা হয়, জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুসারে নিম্নমাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে এরই মধ্যে চালু করা বিদ্যালয় ছাড়া বিভাগগুলোর আওতাধীন জেলাগুলোয় আরও কী পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে, তার তথ্য নির্ধারিত ছকে আগামী ২ মের মধ্যে (ইমেইল: [email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।