ঢাকা : অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে টিউশন ফি থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তবে এবার তারা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে মহাসড়ক অবরোধ না করে আগামী রোববার থেকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
তাদের দাবি শুধু শিক্ষার্থীই নয়, শিক্ষা থেকেও ভ্যাট প্রত্যাহার করতে হবে। এই দাবি আদায়ের লক্ষে তারা আগামী রোববার থেকে সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লাগাতার ধর্মঘট পালন করবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।