অনুপস্থিত ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানো নোটিশ

Image

নিজস্ব প্রতিবেদক,৭ এপ্রিল ২০২৩:

ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ৯৫ জন শিক্ষক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাঁদের আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ মাউশি উপস্থিত হয়ে স্বশরীরে জানাতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেসের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (ফেব্রুয়ারী ২০২৩ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো হয়। উক্ত পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন জেলার মোট ৯৫ জন শিক্ষক ও কর্মচারী পরিদর্শনকালে অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

শিক্ষকদের তালিকা দেখতে ক্লিক করুন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।