অনিয়মিত প্রশ্নপত্র দেয়ার অভিযোগ

ডেস্ক,২ নভেম্বর: নারায়ণগঞ্জের একটি স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের গত বছরের প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।পরীক্ষার্থীদের অভিযোগ, ওই স্কুলের ১০ থেকে ১৫ জন পরীক্ষার্থীকে ২০১৬ সালের সিলেবাসের এ প্রশ্নপত্র সরবরাহ করা হয়। বারবার শিক্ষকদের বিষয়টি জানানো হলেও, পুরানো প্রশ্নপত্রেই এক ঘন্টারও বেশী সময় ধরে উত্তর লেখানো হয়েছে।

তারা আরও জানায়, এক ঘন্টা সময় নষ্টের পর বাড়তি সময় দেয়ার অনুরোধ করলে শিক্ষকরা তাদের পরীক্ষা বাতিল করে দেয়া হবে বলে ভয় দেখান।

এ বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীরা স্কুলে গেলে পালিয়ে যান স্কুলের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে ও অন্যান্য শিক্ষকেরা। তবে, নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রশ্নপত্র ফাঁস, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।