অনলাইনে পাবেন কওমি মাদরাসা বোর্ডের ফল

madrasha_student_10259ঢাকা: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার শতকরা ৭২ দশমিক ২৯ ভাগ।

বুধবার বেলা ১২টায় বেফাক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

পরীক্ষার সাতটি স্তরে মোট পরীক্ষার্থী ৮৬ হাজার ১৭০ জন এবং পাস করেছে মোট ৬২ হাজার ২৯৩ জন। স্টারমার্ক পেয়েছে মোট ১১ হাজার ২৭৭ জন। প্রথম বিভাগে পাস করেছে ১৪ হাজার ৬৫৩ জন ছাত্র-ছাত্রী।

এসময় উপস্থিত ছিলেন- বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ চৌধুরী, মুফতী ওমর ফারুক সন্দীপী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, মুফতী আমিনুল হক, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।

পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqbd.org-তে পাওয়া যাবে বলে সংবাদ
সম্মেলনে বলা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।