ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক,২৯ জুন ২০২১:
দেশে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত অনলাইনে একাডেমিক পরীক্ষা নেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, লকডাউন চলাকালে সব ধরনের একাডেমিক পরীক্ষা স্থগিত থাকবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের অনেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছে। ইন্টারনেটের সংযোগ ভালো না হওয়ায় এসব শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহারের জন্য নিকটস্থ উপজেলা শহর কিংবা অন্যত্র যেতে হতে পারে। কঠিন লকডাউন শুরু হলে তারা বিভিন্ন জায়গায় যেতে পারবে না। তাই কঠোর লকডাউন থাকলে অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।”
লকডাউন শেষ হলে শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ-ইনস্টিটিউট কথা বলে এসব পরীক্ষা নেবে বলে জানান উপাচার্য।
গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় স্নাতকের বিভিন্ন বর্ষ এবং স্নাতকোত্তরের পরীক্ষা জুলাই থেকে সশরীরে নেওয়া সিদ্ধান্ত হয়েছিল।