ডেস্ক,৬ফেব্রুয়ারীঃ
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা বেড়েছে। চলতি মাসের ১২ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণের এ সময়সীমা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/) প্রবেশ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। আর টেলিটক মোবাইল সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে। ১৭তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এর অগে আজ রাত ১২টা পর্যন্ত আবেদনের সর্বশেষ সময়সীমা ছিল। তার আগেই আবেদনের সময় এক সপ্তাহ বাড়ালো কর্তৃপক্ষ।
তথ্য মতে, আগামী ১৫ মে সকাল ৯টা থেকে ১০টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।