প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডসহ গেজেটেড পদমর্যাদা দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের এ রায়ের ফলে প্রাথমিকের ৬৫ হাজার ৫৯ জন প্রধান শিক্ষকের ভাগ্য ফেরার সম্ভাবনা দেখছেন আইনজীবীরা।

প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ধরনের প্রধান শিক্ষকদের জন্য ২০১৪ সালের ৯ মার্চ থেকে এ আদেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ (সোমবার) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ

চৌধুরীর বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম বলেন এ বিজয় সকল প্রধান শিক্ষকের।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ বলেন এ রায়ের ফলে প্রধান শিক্ষকদের দশম গ্রেড পাওয়ার পথ সুগম হল।


Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।