ইবিতে সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল ঘোষণা

Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি সোমবার থেকে নিয়মিত সশরীরে ক্লাস চলবে ও পরীক্ষা হবে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে আদিষ্ট হয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সোমবার থেকে সবকিছু আগের নিয়মে যথারীতি চলবে। উক্ত দিনগুলোই পরীক্ষা হবে। এছাড়া গাড়িগুলো নির্ধারিত রুটে চলবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই করোনা মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫ শতাংশ সাশ্রয় করার জন্য সপ্তাহের প্রতি সোমবার শিক্ষকদের অনলাইনে ক্লাস পরিচালনা করার অনুরোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।