Home » Tag Archives: সাত কলেজ

Tag Archives: সাত কলেজ

৭ কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তিযুদ্ধ আজ

ঢাবি প্রতিনিধি,০৬ নভেম্বর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

আরো খবর: বুয়েটে চূড়ান্ত পর্যায়ের ভর্তি পরীক্ষা শুরু

শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো খবর: রাবিতে ভর্তি কার্যক্রম শেষ, নতুন সেশনের ক্লাস শুরু ১ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, ধর্মঘট হলেও পরীক্ষা হবে। এর জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাত কলেজসহ আরও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শুক্রবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর ঢাবি অধিভুক্ত এই সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebooktwitterlinkedinrssyoutubemailby feather

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুনঃ ডায়াবেটিকসকে নির্মূল করতে যা করবেন

শুক্রাণুকে দুরন্ত গতি দিতে গাজর খান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বাণিজ্য’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (০৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১০.১৫টায় ঢাকা কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

বিজ্ঞান ইউনিটে সাত কলেজে মোট আসন সংখ্যা সাড়ে ৬ হাজার। এরমধ্যে ঢাকা কলেজে ১ হাজার ৯০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ২২৫টি, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৫১০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০টি, কবি নজরুল সরকারি কলেজে ৬৩০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০টি এবং সরকারি বাঙলা কলেজে ৭১৫টি আসন রয়েছে।

বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজের মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে ৬০০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫টি, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৩০টি, সরকারি বাঙলা কলেজে ৯৬০টি আসন।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি। আসনগুলোর মধ্যে ঢাকা কলেজে রয়েছে ২ হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে ৩ হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে ৩ হাজার ৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১ হাজার ১৮০টি, সরকারি বাঙলা কলেজে ১ হাজার ৪৪০টি।

এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধুমাত্র ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়ে ভর্তি হতে পারবেন

Facebooktwitterlinkedinrssyoutubemailby feather

প্রশ্নে গড়মিল, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর সাত কলেজের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক,২৭ অক্টোবর ২০২১ঃ

চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা জানতে পারল পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবাক কান্ড মনে হলেও ঠিক এমনটিই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত পরীক্ষায়।

বুধবার (২৭ অক্টোবর) ‘রাজনৈতিক তত্ত্ব পরিচিতি’ (পত্র কোড ১০৭) বিষয়ের পরীক্ষা দিতে যাওয়ার পর শিক্ষার্থীদের এমন বিড়ম্বনায় পড়তে হয়।

আরো পড়ুনঃ ফরম পূরণের বেঁচে যাওয়া টাকা ফেরত পাবে এসএসসি পরীক্ষার্থীরা

শিক্ষার্থীদের অভিযোগ, রুটিনে উল্লেখিত বিষয়ের সাথে পরীক্ষার হলে সরবরাহকৃত প্রশ্নপত্রের মিল না থাকায় এমন বিপত্তি তৈরি হয়। কর্তব্যরত শিক্ষককে শিক্ষার্থীরা বিষয়টি জানালে তিনি প্রশ্ন নিয়ে নেন।

এরপর পরীক্ষার হলে শিক্ষার্থীদের দেড় ঘন্টা পর্যন্ত বসিয়ে রেখে জানানো হয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় প্রশাসনের এমন সমন্বয়হীন কাজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তানভীর বলেন, সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র ছিল সরকারি বাঙলা কলেজে। যথারীতি পরীক্ষার হলে যাওয়ার পর খাতায় সকল তথ্য পূরণ করেও নির্দিষ্ট সময় আমরা প্রশ্ন পাইনি। এরপর দেড়ঘন্টারও বেশি সময় পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন ঘটনার আমরা অবাক হয়েছি। প্রশাসন চূড়ান্ত পরীক্ষায়ও এমন ভুল করতে পারে এটি বোধগম্য নয়।

ঢাকা কলেজের অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেলাল হোসাইন বলেন, বেলা ১২ টায় পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্ন হাতে পেয়ে দেখি সাবজেক্ট কোড মিল থাকলেও প্রশ্নের সাথে আমাদের বিষয়ের প্রশ্নের মিল নেই। পরবর্তীতে দায়িত্বরত শিক্ষককে জানানো হলে তিনি আমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেন এবং আমাদের সবাইকে বসে থাকতে বলেন। এরপর প্রায় দেড়ঘন্টা পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত। এই পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, আমি জেনেছি আমাদের শিক্ষার্থী যারা ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে তাদের এমন একটি সমস্যা হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে এই কোডের পরীক্ষা ছিল না। ঢাকা কলেজ কেন্দ্রে কোন পরীক্ষা স্থগিত হয়নি।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebooktwitterlinkedinrssyoutubemailby feather

প্রথম বর্ষের পরীক্ষা ২ অক্টোবর, ৩য় বর্ষের ৪ অক্টোবর

ডেস্ক,২৯ আগষ্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১ম বর্ষ ২০১৯-২০ ও অনার্স ৩য় বর্ষ ১৭-১৮ পরীক্ষার সম্ভব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১ম বর্ষ ২০২০ সালের পরীক্ষা শুরু হবে আগামী ২ অক্টোবর এবং ৩য় বর্ষ ২০২০ সালের পরীক্ষা শুরু ৪ অক্টোবর হবে।

Facebooktwitterlinkedinrssyoutubemailby feather

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free

hit counter