Home » Tag Archives: প্রণোদনা

Tag Archives: প্রণোদনা

শিক্ষকদের প্রণোদনার জন্য শিক্ষামন্ত্রীকে এমপির চিঠি

নিজস্ব প্রতিবেদক,২মে।
করোনা দুর্যোগে বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিশেষ তহবিল গঠন করে এককালীন অনুদান অথবা স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করার জন্য শিক্ষামন্ত্রণালয় বরাবর একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

শুক্রবার (১ মে) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রীকে চিঠির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন রাশেদ খান মেনন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার নিজেই বলছেন সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকতে পারে। ফলে এ সময় ছাত্রদের কাছ থেকে বেতন আদায় সম্ভব হবে না। এ অবস্থায় এসব শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা, ইউটিলিটি বিল কোনো কিছুই পরিশোধ করতে পারবে না।’

‘ঈদ বোনাস তো দূরের কথা। সরকার উদ্যোগ না নিলে এ প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণ পাওয়া দুষ্কর হবে। এ অবস্থায় রমজানসহ সামগ্রিক অবস্থা বিবেচনায় সরকার থেকে বিশেষ ব্যবস্থা করা ছাড়া বিকল্প নেই।’

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free

hit counter