Home » Tag Archives: নিয়োগ

Tag Archives: নিয়োগ

পুলিশের এসআই পদের লিখিত-মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,১৮ ফেব্রুয়ারি ২০২২:

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd থেকে ফলাফল পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষায় এবার ১৪ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী অংশ নেন। ৩টি বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জন প্রার্থী সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে পাশের হার ২৩ দশমিক ৬০ শতাংশ। উত্তীর্ণ প্রার্থীদের আবশ্যিকভাবে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নিয়ে তাতে উত্তীর্ণ হতে হবে।

প্রাথমিকে দপ্তরী কাম প্রহরী নিয়োগের সুপারিশ

ডেস্ক,১০ নভেম্বর ২০২১ঃ
সংসদীয় কমিটি দেশের যেসব প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরী কাম প্রহরী নিয়োগ এখনো সম্ভব হয়নি, সেগুলো দ্রুত সম্পন্নের সুপারিশ করেছে। বুধবার (৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

আরো পড়ুনঃ ডিসেম্বরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম।

কমিটি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সীমানা দেয়াল নির্মাণ কার্যক্রম দ্রুততার সাথে করার জন্য সুপারিশ করে।

আরো পড়ুনঃ স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় নিহত প্রাথমিকের শিক্ষিকা

বৈঠকে পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ এর আওতায় ‘আউট অব স্কুল চিলড্রেন’ কর্মসূচি দ্রুত শেষের সুপারিশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

মাধ্যমিকে ২ হাজার ১৫৫ জন শিক্ষক নিয়োগ ডিসেম্বরে

ডেস্ক,২৩ সেপ্টেম্বরঃ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার ১৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়া মাত্রই শিক্ষকদের যোগদান প্রক্রিয়া শুরু হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে এক/দুই মাস সময় লাগবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুই হাজার ১৫৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে নিয়োগের সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেই সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শিক্ষকদের যোগদান শুরু করানো হবে। নভেম্বর মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে। এরপর ডিসেম্বর মাসে প্রার্থীদের যোগদান শুরু হবে।

Govt/Primary exclusive job course

তথ্যমতে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দিতে ২০১৮ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এক বছর পর ২০১৯ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই বছরেরই ডিসেম্বর মাসে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এরপর প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়। করোনার কারণে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমে ধীরগতি আসলেও সেটি শেষ হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেই যোগদান করবেন শিক্ষকরা।

এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হক জানান, মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। এখন স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে। এরপর প্রার্থীরা যোগদান করতে পারবেন।

আরো খবরঃ আগামী সপ্তাহ থেকে প্রাথমিকের নতুন রুটিনপরিকল্পনা কমিশনে চাকরির সুযোগ

ডেস্ক,২৮ আগষ্ট ২০২১:
পরিকল্পনা কমিশন সম্প্রতি একটি পদে একজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌‘সরকারি বিনিয়োগ অধিকতর কার্যকর করার জন্য সেক্টর পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে লোকবল নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। ডাকযোগে আবেদন পাঠানো যাবে। আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগে ‘কোটা’ থাকছে না

নিজস্ব প্রতিবেদত,১৩ সেপ্টেম্বর ২০২০:

আগামী অক্টোবরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৬ হজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো কোটা পদ্ধতি থাকছে না। শুধু এই নিয়োগের ক্ষেত্রেই নয়; এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো কোটা থাকছে না। প্রাথমিকে সহকারী শিক্ষকদের পদ ১৩তম গ্রেড ঘোষণা হওয়ায় কোটা পদ্ধতি তুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে পূর্বে নির্ধারিত ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা বহাল থাকছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) এ এম মনসুর আলম গণমাধ্যমকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সব কোটা বাতিল করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী নারী, পোষ্য ও পুরুষ কোটা বহাল থাকবে। সে অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডিপিই থেকে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে ইতোমধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে নিয়োগ বিবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ে পাঠানো নিয়োগ বিজ্ঞপ্তিতে আগের সব কোটা বাতিল করা হয়েছে। চলতি মাসের শেষে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে ২০১৮ ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ আন্দোলন শুরু করেন। আন্দোলনের একপর্যায়ে ২০১৮ সালের ৩ অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ঠিক পরদিন নবম গ্রেড ও দশম থেকে ১৩তম গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর সরকারি চাকরির নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোনো কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ জমা দেয় কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে তোলার পর তা পাস হয়। সরকারি চাকরিতে প্রথম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা থাকবে না বলে গত ২০ জানুয়ারি সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা।

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free

hit counter