যে গেজেট বলে সাপ্তাহিক ছুটি ২ দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গেজেট বলে বলে শুক্র ও শনিবার আমরা সাপ্তাহিক ছুটি ভোগ করে থাকি। সরকার সকল সরকারী, আধা-সরকারী অফিস, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত সংস্থার জন্য ২ দিন সাপ্তাহিক ছুটিসহ অফিস সময় সূচি পুন:নির্ধারণ করেছেন।

সারসংক্ষেপ:

রবিবার হতে বৃহস্পতি বার: সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০ পর্যন্ত।
বেলা ১ হতে ১.৩০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি।
শুক্র ও শনিবার: সাপ্তাহিক ছুটি।

আরো পড়ুনঃ প্রাথমিকে সাপ্তাহিক ছুটি এক দিন এবং মাধ্যমিকে দুই দিন

সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বর ২০০৫ সালের গেজেটের মাধ্যমে সম(বিধি-৪)-ছুটি-১১/২০০০-১৪৯ নং বিজ্ঞপ্তি মোতাবেক সরকার সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার জন্য ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটিসহ অফিস সময়সূচী নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করেছেন:

(১) রবিবার হ’তে বৃহস্পতিবার : সকাল ৯.০০ মি: হতে বিকাল ৫.০০ মি: পর্যন্ত (বেলা ১.০০ মি: হতে ১.৩০ মি: পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি)।

(২) শুক্রবার ও শনিবার: সাপ্তাহিক ছুটি

যে সকল অফিস ও প্রতিষ্ঠান “ডিউটি রোস্টার” অনুযায়ী কার্য সম্পাদন করা হয়ে থাকে সে সকল অফিস ও প্রতিষ্ঠানের কাজের সময়সূচী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।

২। উপরোক্ত ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটি এবং অফিস সময়সূচী কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর ২০০৫ হতে।

৩। বাংলাদেশ ব্যাংক সরকারী অফিসের সময়সূচীর সাথে সংগতি রেখে ব্যাংকসমূহ জন্য সময় নির্ধারণ করবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ভোগের গেজেটের কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Image Not Found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Image Not Found