Home » বিশ্ব:ভর্তি প্রস্তুতি

বিশ্ব:ভর্তি প্রস্তুতি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক,১৫ অক্টোবর ২০২১ঃ

শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে প্রথমবারের মতো ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ১০ জনের বেশি শিক্ষার্থী। আগামী রবিবার (১৭ অক্টোবর) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হবে।

জানা গেছে, ২০টি বিশ্ববিদ্যালয়ে এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে রয়েছে মোট ২২ হাজার ১৩টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৩১ হাজার ৯০১ জন, ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আরো পড়ুনঃ বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর

জিএসটির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে। এতে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না।

আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে জিএসটির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। আশা করি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। আমাদের প্রত্যাশা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও এই প্রক্রিয়ায় যুক্ত হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পরীক্ষার সময় কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে বিভিন্ন টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে থাকবে।

যে ২৬টি কেন্দ্রে পরীক্ষা হবে সেগুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ২৪ মে, হল খুলবে ১৭ মে

ডেস্ক,২২ ফেব্রুয়ারী:
ঈদুল ফিতরের পরে আগামী ২৪ মে পাবলিক, প্রাইভেটসহ সব বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে। আর এর এক সপ্তাহ আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেয়া হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক সব শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের করোনা টিকার আওতায় আনা হবে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

অনলাইনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ডেস্ক,৯ অক্টোবর:
করোনাভাইরাসের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া গুচ্ছ না কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা (ক্যাট) পদ্ধতিতে হবে তাও চূড়ান্ত হয়নি। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাটের পক্ষে থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গুচ্ছ পদ্ধতির পক্ষে বলে জানা গেছে।

তবে এসব আলোচনা ছাপিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষার শর্ত বা নিয়ম কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জানা গেছে, করোনার কারণে এইচএসসি না হলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবেই। তবে সামনে শীত থাকায় এত শিক্ষার্থীর পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ কার্যকর নাও হতে পারে।

সূত্র জানিয়েছে, আগামী বছরের শুরুর দুই মাসে করোনা পরিস্থিতির উন্নতি না হলে শীতের পর ফেব্রুয়ারির শেষে বা মার্চে পরীক্ষাটি নেয়া হতে পারে। তবে এতে সময় নষ্ট হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো যদি অপেক্ষা করতে না চায়; সেক্ষেত্রে জানুয়ারি-ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত না থেকেই পরীক্ষাটি হতে পারে। অর্থ্যাৎ অনলাইনে পরীক্ষা হতে পারে। এবিষয়ে আগামী ১৫ অক্টোবর উপাচার্যদের নিয়ে ইউজিসির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বর্তমানে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরমধ্যে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাটে আসবে না বলে জানায়। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও এ সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, প্রতি বছর প্রায় ৯ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করলেও এবরা অটোপাসের কারণে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জনে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ৬০ হাজারের মতো আসনে ভর্তি হতে পরীক্ষা দেন ছয় লাখের মতো শিক্ষার্থী। এই ভর্তি পরীক্ষা নিয়ে অবশ্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষার্থী ভর্তি করা হবে গুচ্ছ পদ্ধতিতে। আগামী জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি।

তবে সশরীরে পরীক্ষাটি নেয়ার বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, ইতোমধ্যে এইচএসসি ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য কাজ শুরু করেছে টেকনিক্যাল কমিটি। জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরুর কথা বলা হলেও শেষ পর্যন্ত পরীক্ষা পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে শীতের পর ফেব্রুয়ারি বা মার্চ মাসে পরীক্ষা নেওয়া হতে পারে। তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরীক্ষার আয়োজন হলে তা হবে অনলাইনে।

এ কারণে পরীক্ষার পদ্ধতি চূড়ান্ত করতে সময়ক্ষেপণ করা হতে পারে। টেকনিক্যাল কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, করোনার সংকটে বিশ্ববিদ্যালয় কবে খুলবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনলাইনে নেওয়া যায় না। পরিস্থিতি ভালো হলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আলমগীর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমরা গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করাতে চাই। এ ক্ষেত্রে কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ হবে। প্রথম দুটির জন্য দুটি পরীক্ষা নেয়া হবে। আর শেষেরটির জন্য বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বিজনেস স্টাডিজ- তিনটি পরীক্ষা হবে বলে তিনি জানান।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অ্যাডমিশন কমিটি, ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেবে। সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, প্রতিটি বিষয়ই কাউন্সিল ও কমিটিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতোমধ্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, পাঁচটি বিশ্ববিদ্যালয় না এলেও বাকিদের নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ বলি আর ক্যাট বলি- সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি সময়ের দাবি। গোটা ভারতে একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে আমাদেরও পারার কথা বলে উল্লেখ করেন তিনি।

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

১.সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের কততম সম্মেলন অনুষ্ঠিত হয় ?

ক. ৭০তম খ. ৭১তম

গ. ৭২তম ঘ. ৭৩তম

২. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ক. তুরস্কে খ. গ্রিসে

গ. ইটালিতে ঘ. স্পেনে

৩. আইফেল টাওয়ার কোথায় _

ক. প্যারিস খ. মক্কা

গ. মদীনা ঘ. রিয়াদ

৪. বাম কোথায় অবস্থিত?

ক. ইরান খ. সিরিয়া

গ. ইরাক ঘ. আফগানিস্তান

৫. সার্ক সচিবলায় কোথায় ?

ক. নেপাল খ. ভুটান

গ. আফগানিস্তান ঘ. মালদ্বীপ

৬. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?

ক. ১৯৮৯ খ. ১৯৯০

গ. ১৯৯১ ঘ. ১৯৯২

৭. Wailing wall – অবস্থিত।

ক. বার্লিনে খ. রোমে

গ. জেরুজালেমে ঘ. মাদ্রিদে

৮. হিলারি ক্লিনটন কোন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট প্রার্থী? কোথায় অবস্থিত?

ক. ডেমোক্রেটিক

খ. রিপাবলিকান

গ. লেবার ঘ. টোরী

৯. দূরপ্রাচ্যের দেশ কোনটি?

ক. অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড

গ. সিরিয়া ঘ. মঙ্গলিয়া

১০. নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?

ক. পাকিস্তান খ. মায়ানমার

গ. ভুটান ঘ. নেপাল

১১. সার্ক প্রতিষ্ঠিত হয়-

ক. ১৯৮৩ খ. ১৯৮৫

গ. ১৯৯১ ঘ. ১৯৯২

১২. জাতিসংঘের সচিবলায়ের ভাষা কয়টি ?

ক. ৬ টি খ.৪ টি

গ.৩ টি ঘ. ২ টি

উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. খ ১২.ঘ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট এর প্রশ্ন সমাধান(সাধারন জ্ঞান)

১. পন্ডিত অতীশ দীপংকরের জন্মস্থান?
উত্তর : বিক্রমপুর।
২. আড়িয়াল বিল?
উত্তর : মুন্সিগঞ্জ।
৩. বাংলাদেশেরর প্রাকৃতিক মৎস প্রজনন নদী??
উত্তর: হালদা।
৪.দুবলার চর?
উত্তর : সুন্দরবনের দক্ষিন উপকুলে।
৫. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হবে?
উত্তর : টোকিও।
৬. সমুদ্রবন্দর নেই?
উত্তর : আফগানস্তান।
৭. বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি?
উত্তর: মুশফিকুর রহিম।
৮.বিগ এপেল?
উত্তর : নিউইয়র্ক।
৯.যুক্তরাজ্য এর প্রধানমন্ত্রী?
উত্তর : তেরেসা মে।
১০. সত্যেন্দ্রনাথ বসু ছিলেন?
উত্তর : পদার্থবিদ।
১১. ফেলেপসের অলিম্পিক সোনা?
উত্তর: ২৩ টি।
১২. দীর্ঘতম দিন?
উত্তর : ২১ জুন।
১৩. পিরানহা কি?
উত্তর : মাছ।
১৪. মিয়ানমারের প্রেসিডেন্ট?
উত্তর : তিন কিয়াও।
১৫.ইন্টারপোল কি?
উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
১৬. তাহরির স্কয়ার?
উত্তর : কায়রো।
১৭. ওপেক & ককমনওয়েলথ ভুক্ত দেশ।
উত্তর : নাইজেরিয়া।
১৮. হোলসিংকি যে দেশের রাজধানী?
উত্তর: ফিনল্যান্ড।
১৯. উত্তরা গণভবন?
উত্তর : নাটোর।
২০. ব্রাজিল যার উপনিবেশ?
উত্তর : পর্তুগাল।
২১. সালভাদর ঢালি?
উত্তর : চিত্রশিল্পী।
২২. মেক্সিকোর প্রাচীন সভ্যতা?
উত্তর : আজটেক।
২৩. লুভ্যর মিউজিয়াম?
উত্তর : প্যারিস।
২৪. অলিখিত সংবিধান?
উত্তর : যুক্তরাজ্য।
২৫. প্রিজন নোটবুকের রচয়িতা?
উত্তর: আন্তনিও গ্রামসি।
২৬. রিখটারস্কেল মাপে?
উত্তর: ভুমিকম্প।
২৭. ব্রিকসের সদস্য?
উত্তর: দক্ষিন আফ্রিকা।
২৮. মানবাধিকার কমিশনের দপ্তর?
উত্তর: প্যারিস।
২৯. জাপানের অন্য নাম
উত্তর: নিপ্পন।
৩০. ক্রিকেট পিচ?
উত্তর: ৬৬ ফিট।
৩১. লং ওয়াক টু ফ্রিডম বইয়ের রচয়িতা?
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
৩২. বিজু পালিত হয়?
উত্তর: পহেলা বৈশাখে।
৩৩. কানাডার প্রধানমন্ত্রী?
উত্তর: জাস্টিন ট্রুডো।
৩৪. প্রথম নারী প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলংকা।
৩৫. অভিন্ন নদী?
উত্তর: ৫৪।
৩৬. রিপাবলিক এর রচয়িতা?
উত্তর: প্লেটো।
৩৭. নজরুল অভিনীত সিনেমা?
উত্তর: ধ্রুব।( ধুপছায়া অপশনে নাই)
৩৮. মাইকেল জর্ডান কি খেলে?
উত্তর: বাস্কেটবল।
৩৯. মধ্য এশিয়ার দেশ নয়?
উত্তর : আলজেরিয়া।
৪০.গারুদা বিমান সংস্থা?
উত্তর: ইন্দোনেশিয়া।
৪১. এডেন সমুদ্রবন্দর?
উত্তর : ইয়েমেন।
৪২. এ এফ পি কার সংবাদসংস্থা?
উত্তর: ফ্রান্স।
৪৩. গ্রীন পিস কি সংস্থা?
উত্তর: পপরিবেশবাদী।
৪৪.জাতিয় স্মৃতি সৌধের স্থপতি?
উত্তর: মইনুল হোসেন।
৪৫. ইউরোপের বড় নদী?
উত্তর: ভলগা।
৪৬. ও আই সি কোথায়?
উত্তর : জেদ্দা।
৪৭. মহাস্থানগড় কোন নদীতীরে?
উত্তর : করতোয়া।
৪৮. ভারতের শেষ মোঘল সম্রাট?
উত্তর: ২য় বাহাদুর শাহ।
৪৯. বাংলার প্রথম নবাব?
উত্তর: মুরশিদকুলী খান।
৫০. সূর্যের নিকটতম গ্রহ?
উত্তর: বুধ।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি

১. বর্তমানে BARD-এর পৃষ্ঠপোষক কে?univer
ক. UNICEF খ. UNIDO   গ. UCEP ঘ. বাংলাদেশ সরকার।

 ২. BRAC কত সালে ঋণদান কর্মসূচি চালু করে?

ক. ১৯৭৭ খ. ১৯৭৯ গ. ১৯৮২ ঘ. ১৯৮৫

৩. বর্ধমান হাউজ বর্তমানে- ক. বাংলা একাডেমী খ. শিল্পকলা একাডেমী গ. নজরুল ইন্সটিটিউট ঘ. চারুকলা ইন্সটিটিউট ৪. বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে? ক. তারামন বিবি খ. রাজিয়া বানু গ. সেতারা বেগম ঘ. রওশন আরা বানু

 ৫. বাংলাদেশ রাইফেলসের সদর দফতর কোথায়?

ক. ঢাকায় খ. রাজশাহীতে গ. গাজীপুর ঘ. রংপুরে

৬. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কী?

 ক. রাজশাহী খ. চট্টগ্রাম গ. সিলেট ঘ. বরিশাল
 ৭. প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন কে?
 ক. বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান খ. লুৎফর রহমান গ. বিচারপতি লতিফুর রহমান ঘ. বিচারপতি শফিক আহম্মদ
 ৮. বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ পাস হয় কখন?
 ক. ১৯৭৫ খ. ১৯৭৪ গ. ১৯৭৩ ঘ. ১৯৭২
 ৯. আহসান মঞ্জিল নির্মাণ করেন কে?
 ক. নবাব আবদুল গণি খ. শায়েস্তা খান গ. মুর্শিদকুলি খাঁ ঘ. বাহাদুর শাহ
 ১০. বাংলাদেশের শিক্ষার হার সর্বোচ্চ কোন বিভাগে?
 ক. রাজশাহী খ. বরিশাল গ. সিলেট ঘ. ঢাকা
 ১১. ‘মনিপুরী’ উপজাতি বাস করে কোথায়?
 ক. সিলেট খ. চট্টগ্রাম গ. নেত্রকোনা ঘ. বরিশাল
 ১২. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন-
 ক. দ্বাদশ লুই খ. ষোড়শ লুই

গ. পঞ্চদশ লুই ঘ. চতুর্থ লুই

 ১৩. জাতিসংঘের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন?
 ক. ইন্দিরা গান্ধী খ. বেনজির ভুট্টো
 গ. বিজয় লক্ষ্মী পণ্ডিত ঘ. সাহারা বানু
 ১৪. আরব বিশ্বের প্রথম কমিউনিস্ট রাষ্ট্র কোনটি?
 ক. ইয়েমেন খ. সৌদি আরব গ. জর্দান গ. দুবাই
 ১৫. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
 ক. সেনেগাল খ. মিশর গ. ইরান ঘ. ইরাক
 ১৬. বিশ্বে চাল রফতানিতে প্রথম স্থানে কোন দেশটি?
 ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. থাইল্যান্ড ঘ. শ্রীলংকা
 ১৭. জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
 ক. মন্টিনিগ্রো খ. নাইরু
 গ. ভ্যাটিকান সিটি ঘ. পূর্বতিমুর
 ১৮. গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ কত বছর?
 ক. ৩৫ বছর খ. ৩০ বছর গ. ৩২ বছর ঘ. ৩৩ বছর
 ১৯. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখার নাম কী?
 ক. ম্যাকমোহন লাইন খ. ম্যানারহেইম লাইন
 গ. ডুরাল্ড লাইন ঘ. র‌্যাডক্লিফ লাইন
 ২০. নরওয়ের পার্লমেন্টের নাম কী?
 ক. স্টরটিং খ. সিম গ. সোংডু ঘ. ফোকেটিং
 ক. ১৯২৫ খ. ১৯৩০ গ. ১৯২৪ ঘ.১৯২৮
 উত্তর : ১.ঘ. ২.খ ৩.ক ৪.খ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.খ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.ক

ভর্তিপ্রস্তুতি-২

1. গ্লুবার লবণের কেলাস কোনটি?
(ক) CuSO4. 10H2O (খ) CuSO4. 5H2O
(গ) Na2SO4. 10H2O (ঘ) NH4SO4. 5H2O
2. পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত কোনটি?
(ক) KO (খ) K2O (গ) KO2 (ঘ) KO3
3. কোনটি দ্বি-লবণ?
(ক) ব্লু ভিট্রিওল (খ) পটাশ এলাম
(গ) ইপসম লবণ (ঘ) সবুজ ভিট্রিওল
4. ম্যাগনেসিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু. এর গলনাঙ্ক হচ্ছে—
(ক) 650°C (খ) 550°C (গ) 560°C (ঘ) 1000°C
5. ইপসম লবণের সংকেত কী?
(ক) ZnSO4. 5H2O (খ) CuSO4. 5H2O
(গ) MgSO4. 7H2O (ঘ) FeSO4. 7H2O
6. সোডিয়াম অক্সালেট দ্রবণ যোগে কোন ধাতুর লবণের দ্রবণ হতে সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয়?
(ক) ক্যালসিয়াম (খ) ম্যাগনেসিয়াম (গ) পটাশিয়াম (ঘ) সোডিয়াম
7. নিচের কোনটি স্ল্যাকেড লাইম
(ক) KOH (খ) NaOH (গ) CaO (ঘ) Ca(OH)2
8. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
(ক) Ca(OH)Cl (খ) Ca(OCl)Cl
(গ) Ca(OCl2)Cl (ঘ) Ca(Cl2O)Cl
9. কোনটি সাদা ভিট্রিওয়লের সংকেত?
(ক) ZnSO2. 3H2O (খ) ZnSO4. 5H2O (গ) ZnSO4. 7H2O (ঘ) NzSO4. H2O
10. নিচের কোন অক্সাইড উভধর্মী?
(ক) ZnO (খ) Na2O (গ) MgO (ঘ) K2O
11. লাল লেড কোনটি?
(ক) PbO (খ) PbO2 (গ) Pb3O4 (ঘ) PbCrO4
12. কোন ধাতুর লবণ শিখা পরীক্ষায় সবুজাভ নীল রং প্রদর্শন করে?
(ক) সোডিয়াম (খ) পটাশিয়াম (গ) কপার (ঘ) ক্যালসিয়াম
13. কোনটিকে ব্লু ভিট্রিওয়ল বলে?
(ক) ZnSO4. 7H2O (খ) FeSO4. 7H2O
(গ) CuSO4. 5H2O (ঘ) CaSO4. 2H2O
14. চুনের সঙ্গে পানি যোগ করলে—
i. তাপ উৎপন্ন হয় ii. তাপ শোষিত হয় iii. কলিচুন উৎপন্ন হয়
কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
15. 2Na+H2 2NaH
উপরিউক্ত বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন থাকে—
i. ধনাত্মক আয়ন হিসেবে ii. ঋণাত্মক আয়ন হিসেবে
iii. চার্জহীন অবস্থায়
কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
16. বৈদ্যুতিক তার হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহূত হওয়ার কারণ হলো—
i. অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী
ii. এটি লোহা বা ইস্পাত অপেক্ষা ভারী
iii. কপার অপেক্ষা অ্যালুমিনিয়ামের দাম কম
কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: 1. গ 2. গ 3. খ 4. ক 5. গ 6. ক 7. ঘ 8. ক 9. গ 10. ক 11. গ 12. গ 13. গ 14. গ 15. খ 16. খ।

¤লাইক এবং শেয়ার করে এক্টিভ থাকুন,

মেডিক্যাল কলেজে ভর্তিপ্রস্তুতি

১. নিম্নলিখিত কোন গ্র“পের মৌলদ্বয় পিরিয়ডিক টেবিলের একই পিরিয়ডের অন্তর্ভুক্ত?
A. Sc,Y B. Fe, Ru
C. In, I D. Ge, Sn
২. ক্যালসিয়াম, ইথানোয়েট ও ক্যালসিয়াম মিথানোয়েটের মিশ্রণকে শুষ্ক পাতন করলে নিম্নের কোনটি পাওয়া যায়?
A. HCHO B. CH3CHO
C. CH3COCH3 D. C6H5CHO
৩. বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে তহ ও HC1 মিশ্রণ দ্বারা বিজারন করলে নিম্নের কোনটি পাওয়া যায়?
A. ফিনাইল অ্যামিন
B. ফিনাইল হাইড্রাজিন
C. ফেনল D. বেনজিন
৪. ক্লোরোফরমের ঘনীভবন বিক্রিয়ায় নিুের কোনটি পাওয়া যায়?
A. ক্লোরোপিক্রিন
B. কার্বনিল ক্লোরাইড
C. মিথেন D. ক্লোরিটোন
৫. নিম্নের যৌগগুলোর কোনটির কেন্দ্রীয় পরমাণু অকটেট নিয়ম অনুসরণ করে না?
A. CC14 B. XeF2
C. H2O D. NF3
৬. ফুড চেইনের বিভিন্ন খাদ্যস্তরকে বলা হয়-
A. ফুড ওয়েভ B. বায়োমাস
C. ট্রফিক লেভেল D. বায়োম
৭. কোনটি উড ফাইবার?
A. Cotton B. Jute
C. Kenaf D. Coir
৮. কোনটিতে গবলেট কোষ থাকে?
A. পাকস্থলী B. যকৃৎ
C. ক্ষুদ্রান্ত D. বৃক্ক
৯. অবাত শ্বসন প্রক্রিযায় উৎপন্ন অঞচ-এর সংখ্যা কত?
A. 2 B. 8 C. 24 D. 38
১০. কোনটি গেম রিজার্ভ?
A. সুন্দরবন B. টেকনাফ
C. সীতাকুণ্ড D. রামসাগর
১১. Violence on American campuses has abated-
A. after 1970 B. for 1970
C. in 1970 D. Since 1970
১২. I have to go by rules. Here the underlined phrose means :
A. abide by B. adjust
C. oppose D. sustain
১৩. choose the correct spelling :
A. enclyopadia
B. encyclopidia
C. encylopideia
D. encyclopaedia
১৪. Translate it-ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়।
A. A buring child dread the fire. B. Burning children dare the red clouds.
C. A burnt child dreads the fire.
D. All burnt childs dread the cloudy sky.
১৫. The opposite meaning of ‘ABOLISH’ is-
The opposite meaning of ‘ABOLISH’ is-
A. Exterminate B. Annihilate
C. Establish D. Repeal
১৬. একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু ১ বছর হলে, এর অর্ধায়ু হবে-
A. 0.693 বছর B. 0.5 বছর
C. 0.4 বছর D. 0.75 বছর
১৭. Gamma rayহচ্ছে-
A. Protons B. Electrons
C. Neutrons D. Photons
১৮. বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ শূন্য হয়?
A. 0è B. 45è C. 90èD. 180è
১৯. তাপমাত্রা হ্রাস পেলে কোন স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা-
a. একই থাকে b. হ্রাস পায়
c. বৃদ্ধি পায় d. অপরিবর্তিত থাকে
২০. সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ-
A. ML-1T-1 B. ML-2T-2
C. ML2T2 D. ML2T

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free

hit counter