Home » প্রাথমিক সমাপনি প্রস্তুতি

প্রাথমিক সমাপনি প্রস্তুতি

পঞ্চম শ্রেণি- বাংলাদেশ ও বিশ্বপরিচয় – আমাদের মুক্তিযুদ্ধ

১। মুক্তিযুদ্ধ বলতে কী বোঝো?

উত্তর : অন্যের অধীন থেকে নিজেকে বা দেশকে মুক্ত করার জন্য যে যুদ্ধ করা হয় তাকে মুক্তিযুদ্ধ বলে।

২। কত সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।

৩। ব্রিটিশরা কত সালে এই উপমহাদেশ থেকে চলে যায়?

উত্তর : ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে চলে যায়।

৪। মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।

৫। মুজিবনগর সরকার কখন শপথগ্রহণ করে?

উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথগ্রহণ করে।

৬। ভাষা আন্দোলন হয় কখন?

উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়।

৭। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা।

৮। জাতীয় চার নেতার নাম লেখো।

উত্তর : জাতীয় চার নেতার নাম হলো—

ক) সৈয়দ নজরুল ইসলাম খ) তাজউদ্দীন আহমদ

গ) ক্যাপ্টেন এম মনসুর আলী

ঘ) এ এইচ এম কামারুজ্জামান

৯। মুজিবনগর সরকারের অন্যতম প্রধান কাজ কী ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করা ছিল মুজিবনগর সরকারের অন্যতম প্রধান কাজ।

১০। কখন মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়?

উত্তর : ‘মুজিবনগর সরকার’ গঠন করার পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।

১১। ছয় দফা আন্দোলন হয় কখন?

উত্তর : ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন হয়।

১২। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : তাজউদ্দীন আহমদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী।

১৩। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।

১৪। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি।

১৫। কত সালে গণ-অভ্যুত্থান হয়?

উত্তর : ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান হয়।

১৬। কখন মুক্তিবাহিনী গঠন করা হয়?

উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।

১৭। কোন রাতকে ‘কাল রাত’ বলা হয়?

উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে ‘কাল রাত’ বলা হয়।

প্রাথমিক সমাপনি প্রস্তুতি-গণিত

১.গুণনীয়ক কাকে বলে ?

উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ঐ সংখ্যাটিকে নি:শেষে ভাগ করা যায় ।

২.গুণনীয়কের অপর নাম কী ?

উত্তর : গুণনীয়কের অপর নাম উত্পাদক।

৩.গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে?

উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে।

৪.গুণিতক কাকে বলে?

উত্তর : কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নি:শেষে ভাগ করা যায়, তাদেরকে ঐ নির্দিষ্ট সাংখ্যার গুণিতক বলে।

৫. লসাগু কাকে বলে?

উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে ঐ নির্দিষ্ট সংখ্যার “লঘিষ্ঠ সাধারণ গুণিতক” বা লসাগু বলে।

৬. কতগুলো সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?

উত্তর : গসাগু ১।

৭. মৌলিক সংখ্যা কাকে বলে?

উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।

৮. ১ মৌলিক সংখ্যা না হওয়ার কারণ কী?

উত্তর : ১ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।

৯. ২৫ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী?

উত্তর : ২৯, ৩১ ও ৩৭।

১০. ৫ ও ৭ এর গসাগু কত?

উত্তর : ১।

১১. ১৭ ও ১৯ এর গসাগু কত?

উত্তর : ১।

১২. ১১ এর গুণনীয়কগুলো কী কী?

উত্তর : ১ ও ১১।

১৩. ১৮ এর উত্পাদকগুলো লেখ।

উত্তর : ১, ২, ৩, ৬, ৯ ও ১৮।

১৪. ৩ ও ১১ এর লসাগু কত?

উত্তর : ৩৩।

১৫. ৬, ১২, ১৮ ও ২৪ এর গসাগু কত?

উত্তর : ৬।

১৬.৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু কত?

উত্তর : ৭২।

১৭. ৫ এর প্রথম চারটি গুণিতক লেখ।

উত্তর : ৫, ১০, ১৫ ও ২০।

১৮.সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?

উত্তর : ২।

১৯. ৪০টি আম ও ১২০টি লিচু কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

উত্তর : ৪০ জন শিক্ষার্থীর মধ্যে।

২০.৩ ও ৪ এর একটি সাধারণ গুণিতক ১২ হলে এর পরবর্তী সাধারণ গুণিতক কত?

উত্তর : ২৪।

 মিরাজুল ইসলাম, প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free

hit counter