Home » আন্তর্জাতিক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক, ১৩ মে ২০২২:

শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। সংবাদ সংস্থা পিটিআই’র প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যার কিছু পরে শপথ নেন তিনি। দেশটির ইউএনপি দলের নেতা তিনি।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে।

প্রতিবেদনে আরও বলা হয়, শপথ গ্রহণ করে তিনি কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করবেন।

এর আগে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।

করোনায় আক্রান্ত : সংক্রমণ বেশি ইতালিতে, প্রাণহানিতে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক০২ মে ২০২২:

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৩ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৬১ হাজার ৩৯১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ১০৭ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ২৯০ জনে।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে চারশোর বেশি এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ ৩০ হাজার।

সোমবার (২ মে) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ১০৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৭৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৩ হাজার ৬১২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৭ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৪০১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৩১ জনের।

যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ২১ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২০ হাজার ৮৫৪ জন মারা গেছেন।

জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ১৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৫ হাজার ৯১৩ জন মারা গেছেন। গত একদিনে জাপানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৫৬ জন এবং মারা গেছেন ১৯ জন।

ফ্রান্সে গত একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ৩২ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৬ লাখ ৮২ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৯৬২ জন মারা গেছেন। গত একদিনে অস্ট্রিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ৫ জন।

দক্ষিণ কোরিয়ায় গত একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭৭১ জন এবং মারা গেছেন ৮১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২২ হাজার ৮৭৫ জন মারা গেছেন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৫ জন এবং মারা গেছেন ৯১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২৫৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৫৬৭ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩১৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৫০২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৮৪৩ জন।

গত একদিনে তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ১২ জন। একই সময়ে গ্রিসে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭০১ জন এবং মারা গেছেন ২২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইউনিফর্ম নীতি বদল, হিজাবের অনুমোদন দিচ্ছে কর্নাটকের কলেজ

ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি ২০২২
ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু শহরের একটি বেসরকারি কলেজ তাদের ইউফর্ম (শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক) নীতি পরিবর্তন করেছে।

হিজাব পরে শিক্ষার্থীরা যাতে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেন, সে সুযোগ করে দিতে শুক্রবার এ পরিবর্তন আনা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কর্নাটকে হিজাব নিয়ে বিতর্ক চলার মধ্যে কোনো কলেজের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত প্রথম।

মাইসুরুর ডিডিপিইউ’র ড. শ্রীনিবাসন মুর্তি বলেন, ‘চার শিক্ষার্থী হিজাব ছাড়া শ্রেণিকক্ষে আসতে চাচ্ছিলেন না এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন।’

তিনি বলেন, ‘কিছু সংস্থা তাদের প্রতি সমর্থন জানিয়েছে। আমি কলেজটি আজ পরিদর্শন করেছি এবং সবার সঙ্গে এ নিয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে কলেজ ঘোষণা করেছে যে, তারা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে ইউনিফর্ম নীতি পরিবর্তন করছে।’

ইতোমধ্যে কর্নাটকের হাইকোর্ট এক অন্তবর্তী আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব, গেরুয়া শাল ও অন্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ আদেশ অমান্যের জেরে শুক্রবার কর্নাটকের তুমাকুরু কলেজের ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে পুলিশ।

হিজাব পরে শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার দাবিতে ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ।

সম্প্রতি কর্নাটনের একাধিক কলেজ হিজাব পরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশে বাধা প্রদান করে। এর জেরে বিক্ষোভে নামেন অনেক শিক্ষার্থী।

পাল্টা বিক্ষোভও শুরু হয়। গেরুয়া শাল পরে পাল্টা বিক্ষোভ দেখান একদল শিক্ষার্থী। এতে বড় ধরনের সংকট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিয়ে তিন দিনের জন্য কর্নাটকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

৬ মাস পর কলকাতায় আবারও ‘কারফিউ’ জারি

আন্তর্জাতিক ডেস্ক,০৩ জানুয়ারি ২০২২
করোনার প্রকোপ কম থাকায় ছয় মাস আগে কলকাতায় বিধিনিষেধ শিথিল করা হলেও করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘কারফিউ’ ফিরিয়ে আনলো পশ্চিমবঙ্গ সরকার। আজ সোমবার থেকে রাস্তাঘাটে বের হলে পদে পদে বিধিনিষেধ মেনে চলতে হবে।

আরো খবরঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতনের চেক ছাড়

নতুন বিধিনিষেধের আওতায় আগের মতোই রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটার পর।

রোববার রাজ্য সরকার থেকে এসব নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কলকাতার মেট্রোরেল যত যাত্রী নিতে পারে, তার অর্ধেক নিতে পারবে। কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। সুইমিংপুল, সেলুন, বিউটি পারলার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বন্ধ থাকবে।

রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিসে অর্ধেক কর্মী উপস্থিত থাকতে পারবেন। সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চ্যুয়ালি করতে হবে।

গত কয়েক মাসে নানা ধরনের উৎসব চলায় মানুষের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। আবার নতুন করে বিধিনিষেধ শুরু হওয়ায় মানুষকে আবার খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। এ ধরনের বিধিনিষেধ কম রাখার চেষ্টা করা হবে বলেও জানায় রাজ্য সরকার।

উল্লেখ্য, সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গে ৪ হাজার ৫১২ জনের করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়েছে। এ রাজ্যে ২০ জনের ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্যও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

শিক্ষার্থীদের যৌন হয়রানি, জাপানে এ বছর ২০০ শিক্ষক বরখাস্ত

অনলাইন ডেস্ক,২১ ডিসেম্বর, ২০২১:
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে জাপানের পাবলিক স্কুলে মোট ২০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ২০২০ সালে (যা গত মার্চে শেষ হয়েছে) এই শাস্তি দেওয়া হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সমীক্ষা এমন তথ্য দেয়।

আরো পড়ুনঃ শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারায় মেয়র বরখাস্ত

তবে ২০১৯ সালের বার্ষিক পরিসংখ্যানের তুলনায় এটি কমেছে। সে বছর ২৭৩ জনকে শাস্তি দেওয়া হয়, যা এ ধরনের অপরাধে শাস্তির রেকর্ডে দ্বিতীয় বড় সংখ্যা। যৌন নিপীড়নের অভিযোগে জাপানে শিক্ষকদের শাস্তি টানা অষ্টম বছরে ২০০ বা তার ওপরে হলো।

মন্ত্রণালয় বলছে, প্রতিরোধী কিছু পদক্ষেপ কার্যকর ছিল। পরিসংখ্যানটি এখনো বেশি। পরিস্থিতি দুঃখজনক।

২০২০ সালে ৯৬ জন শিক্ষককে তাঁদের নিজস্ব স্কুলসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, যা আগের বছরের ১২৬ থেকে কম হয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীলতা করেছেন, এমন শিক্ষকদের বরখাস্ত করার জন্য মন্ত্রণালয় স্কুলগুলোকে নির্দেশ দিচ্ছে।

২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, মন্ত্রণালয় প্রথমবারের মতো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা দেখেছিল। ২০০টি মামলার মধ্যে ৩৯টিতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি; কারণ ভুক্তভোগীরা বা তাদের পিতা-মাতা এ ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। অন্য ২৮টি মামলায় ফৌজদারি অভিযোগ দায়ের করা উচিত কি না সে বিষয়ে কোনো রায় দেওয়া হয়নি।

মন্ত্রণালয় চায়, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
সূত্র : জিজিপ্রেস

দক্ষিণ এশিয়ার সব স্কুল খুলে দিতে বললো ইউনিসেফ

ডেস্ক,১০ ডিসেম্বর ২০২১ঃ

দক্ষিণ এশিয়ার সব স্কুল খুলে দিতে বলেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় এ অঞ্চলে ৪০ কোটির বেশি শিশুর লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার আল জাজিরা এ খবর জানায়।

আরো খবর

ইউনিসেফের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, স্কুল বন্ধ থাকার প্রভাব কয়েক দশক ধরে থাকতে পারে। এতে বলা হয়, বাংলাদেশে স্কুল প্রায় ১৮ মাস ধরে বন্ধ ছিল, যা বিশ্বে সবচেয়ে বেশি সময় বন্ধ থাকার ঘটনাগুলোর একটি।

হেলিকপ্টার বিধ্বস্ত: চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত নিহত

আন্তর্জাতিক ডেস্ক || ৮ ডিসেম্বর ২০২১
তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। বুধবার (৮ ডিসেম্বর) রাতে ভারতীয় বিমানবাহিনী এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবাহিনী টুইটে বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করা হয়েছে যে, জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন আরোহী দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেছেন।’

এর আগে, স্থানীয় সময় বুধবার দুপুরে এমআই-সেভেনটিন হেলিকপ্টারটি ১৪ জন আরোহী নিয়ে কোইমবাটোরের সুলুরের সেনা ঘাঁটি থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাচ্ছিল। হেলিকপ্টারটিতে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ ১৪ জন আরোহী ছিল।পথে কুনুরে গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ে কপ্টারটি। এর পরপরই তাতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে চার জন নিহতের খবর জানালেও পরে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ আরোহী নিহত হয়েছে। গুরুতর দগ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন:

৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াতকে ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব দেওয়া হয়। এর আগে ২০১৬ সালে জেনারেল দলবীর সিং সুহাগের স্থলাভিষিক্ত হয়ে তিনি ২৭তম সেনাপ্রধান হিসাবে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

বিপিন রাওয়াত ১৯৫৮ সালের ১৬ মার্চ উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেন। তার বাবা লক্ষ্মণ সিং লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দীর্ঘ কর্মজীবনে, জেনারেল রাওয়াত সেনাবাহিনীর পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সেনা ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি কাশ্মীর এবং উত্তর-পূর্বে সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছেন।

আমিরাতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন, কাজ সাড়ে চারদিন

ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তিত হচ্ছে। সেইসঙ্গে কর্মদিবস কমিয়ে সাড়ে চারদিন করা হচ্ছে। মঙ্গলবার ইউএই সরকারের এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

আরো খবরঃ ৫ বিষয়ের উপর হবে প্রাথমিকে মূল্যায়ন

গালফ নিউজ অনলাইনের খবরে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, শুক্রবারের পরিবর্তে শনি ও রোববারে সপ্তাহিক ছুটি কাটানোর বিধান আসছে।

পুরো পৃথিবীতে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচদিন কাজ করতে হয়, সেখানে আরব আমিরাতের কর্মীরা সাড়ে চারদিন দায়িত্ব পালন করবেন, যা বিশ্বে প্রথম।

আরো পড়ুনঃ দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান মাহি, বলবেন অনেক কিছু

মঙ্গলবার এ বিষয়ে সরকারি সংবাদপত্রে একটি বিবৃতি জারি করে আরব আমিরাত সরকার জানায়, সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা কাজ করতে হবে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে কর্মীদের।

হঠাৎ কাজের সময় কমিয়ে দেয়া হল কেন? সরকারি সূত্রে খবর, কর্মীদের কাজের মানোন্নয়ন ঘটাতে এবং কর্মজীবনের পাশাপাশি সামাজিক জীবনও যাতে তারা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে অতিবাহিত করতে পারেন, সে জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মীরা যাতে তাদের কর্মজীবন এবং সামাজিক জীবন- দুটোই ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই চিন্তাধারা থেকে এ সিদ্ধান্ত বলে ওই সূত্রে জানা গেছে।

বর্তমানে আরবের দেশগুলোতে শুক্র ও শনিবার সপ্তাহান্তের ছুটির দিন হিসাবে বরাদ্দ। কিন্তু এবার থেকে আর শুক্রবার সপ্তাহান্তের ছুটি থাকছে না।

২০ মাস পর খুললো পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক | ১৬ নভেম্বর, ২০২১
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাওয়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আজ মঙ্গলবার থেকে খুলছে। ২০ মাস পর করোনা বিধিনিষেধ মেনে খুলছে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

গত কয়েক দিন থেকে রাজ্যে করোনার প্রকোপ অনেকটা কমে আসায় রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার বুলেটিনে গতকাল রোববার রাতে বলা হয়েছে, এই রাজ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮৭৫ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। এই নিয়ে এই রাজ্যে করোনায় মৃত্যু হলো ১৯ হাজার ৩২৪ জনের। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ১৯৩ জনের।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী হওয়ায় কলকাতাসহ রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ অষ্টম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ক্লাস শুরু হবে।

গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, নিচু শ্রেণির ক্লাসও শিগগির খুলে দেওয়া হবে।

এর আগে, রাজ্যে করোনা গ্রাফ নিম্নমুখী থাকায় গত ২৬ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে রাজ্যের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে ঘোষণা দিয়েছিলেন, করোনা বিধিনিষেধ মেনে ১৬ নভেম্বর থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার গত বছরের ১৬ মার্চ থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ পরিষ্কার ও স্যানিটাইজ করে খোলার ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে হবে করোনা বিধিনিষেধ মেনে। এই করোনা বিধিনিষেধ মানতে হবে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের

আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা

ডেস্ক,১২ নভেম্বর ২০২১ঃ
আবারও জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হলো আফগানিস্তান। শুক্রবার (১২ নভেম্বের) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ অন্তত এক ডজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো পড়ুনঃ কারা পাবেন শিক্ষা সহায়ক ভাতা ?

অতল শিনওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।
পুরো খবর পড়ুন

মাধ্যমিক শুরু ৭ মার্চ, উচ্চমাধ্যমিক ২ এপ্রিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষণা হয়ে গেল ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ।

আরো পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবর মাসের বেতন ছাড়

আজ, সোমবার বিকালে পূর্ব ঘোষণা অনুযায়ীই একটি সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ।

আরো পড়ুনঃ প্রতিটি উপজেলায় তৈরি হবে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম

পাশাপাশি এবারের উচ্চমাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল। করোনা পরিস্থিতির কারণে এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে মাধ্যমিকের ক্ষেত্রে সেই সুযোগ থাকছে না।

নির্ঘণ্ট অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু ৭ মার্চ। সেদিন নেওয়া হবে প্রথম ভাষার পরীক্ষা। এরপর ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৯ মার্চ ভূগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবনবিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌতবিজ্ঞান। আগামী ১৬ মার্চ নেওয়া হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র এবার আরও কিছু বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে বলেও পর্ষদ সূত্রে জানানো হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ১১.৪৫ মিনিটে। চলবে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হয়েছে বলে জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে, আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। ওই দিনেই চলবে একাদশের পরীক্ষাও। তবে উচ্চমাধ্যমিক শেষ হলে দুপুর ২টো থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে হবে প্র্যাকটিকাল পরীক্ষা। এবার সংসদ থেকে পরীক্ষাপত্র দেওয়া হবে না। উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা নিজ স্কুলেই বসে পরীক্ষা দিতে পারবেন।

চীনকে টেক্কা দেওয়ার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত

পাঁচ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

অনলাইন ডেস্ক,২৮ অক্টোবর ২১:
পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

বুধবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে ওডিশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। বেইজিংয়ের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যে সফলভাবে এ পরীক্ষার কথা জানায় দিল্লি, যার আওতার মধ্যে এসেছে চীনের একেবারে উত্তরাঞ্চলের এলাকাগুলোও।

আরো খবরঃ পুলিশ ভেরিফিকেশন শেষে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

অগ্নি-৫-এর মাধ্যমে বেইজিংকে টেক্কা দেওয়া যাবে উল্লেখ করে এর সফল পরীক্ষাকে আঞ্চলিক প্রতিপক্ষের জন্য একটি হুঁশিয়ারি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও এএফপির
খবরে বলা হয়েছে, ভূমি থেকে ছোড়া অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) শ্রেণির। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ক্ষেপণাস্ত্র ভূমিতে থাকা লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের রাষ্ট্রীয় নীতির বিশ্বাসযোগ্য বাধ্যবাধকতা মেনে অগ্নি-৫-এর পরীক্ষা চালানো হয়েছে, যা সফল। ওই নীতিতে ‘প্রথমে আক্রমণ নয়’ কৌশলকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে।

ভারত এমন সময় এ পরীক্ষা চালিয়েছে, যার কয়েক দিন আগে পারমাণকি অস্ত্র বহনে সক্ষম সুপারসনিক ক্ষেপাণস্ত্রের উৎক্ষেপণ করেছে চীন। যা পৃথিবীর লো অরবিট প্রদক্ষিণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও এ খবর অস্বীকার করেছে বেইজিং। তাদের দাবি, নিয়মিতভাবে মহাকাশে যান পাঠানোর অংশ হিসেবে একটি মহাকাশ যানের পরীক্ষা করা হয়েছে। যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ভারত-চীনের বিভিন্ন সীমান্তে তুমুল উত্তেজনা দেখা গেছে। গত বছর পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা প্রাণ হারিয়েছেন। বেইজিংয়ের হুমকি মোকাবিলায় সম্প্রতি অরুণাচল সীমান্তে ভারী অস্ত্রসহ সেনা বাড়িয়েছে ভারত। এ ছাড়া গত বছর চীনের পাস করা সীমান্ত আইন নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। যা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। এরপর থেকে পরমাণু অস্ত্রধারী প্রভাবশালী এ দুই প্রতিবেশী দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে।

এমন প্রেক্ষাপটে তিন স্তরের সলিড ফুলেয়ড ইঞ্জিন ব্যবহারযোগ্য এই অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। এটাকে ভারতের ভান্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অত্যাধুনিক অস্ত্র বলা হচ্ছে।

দিল্লির দাবি, এই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে একাধিক লক্ষ্যে আঘাত হানতে পারবে; এটি দিয়ে পরমাণু হামলাও চালানো যাবে। যা দিয়ে চীনকে টেক্কা দেওয়াও সম্ভব বলে জানিয়েছে এনডিটিভি। তাদের দাবি, এটাকে এখন ‘বেইজিংয়ের জন্য দিল্লির বার্তা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। তাদের তৈরি অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার, অগ্নি-২-এর দুই হাজার কিলোমিটার, অগ্নি-৩ পাড়ি দিতে পারে আড়াই হাজার কিলোমিটার আর অগ্নি-৪-এর পাল্লা সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি।

ভারত ২০১২ সালে প্রথম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। চলতি বছরের জুনে তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি প্রাইম’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়। এটিও ওডিশা উপকূলবর্তী কোনো একটি এলাকা থেকে ছোড়া হয়েছিল।

ধর্মীয় সমাবেশে হামলা।বাংলাদেশের পদক্ষেপের প্রশংসায় ভারত

অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর ২০২১:
ধর্মীয় সমাবেশে হামলা সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর খবরের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের গৃহীত ত্বরিত পদক্ষেপ এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় ভারত বাংলাদেশের প্রশংসা করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বিকেলে ভারতের নয়াদিল্লিতে সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে এই প্রশংসা করেন। খবর বাসসের

তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সমাবেশে হামলা সংক্রান্ত অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে কিছু বিভ্রান্তিকর খবর আমাদের গোচরে এসেছে।’

আরো খবরঃ গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১০ শিক্ষার্থী

এক প্রশ্নের জবাবে মুখপাত্র অরিন্দমবাগচি বলেন, আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশ সরকার আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, ভারত অবগত রয়েছে যে, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের সহায়তায় বাংলাদেশে চলমান দুর্গাপূজা উৎসব উদযাপন অব্যাহত রয়েছে।

মুখপাত্র আরো বলেছেন যে, ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশে তাদের কনস্যুলেট ঢাকায় এবং স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষের সাথে স্পষ্টতই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

আজ থেকে ভারতে পর্যটন ভিসা চালু

অনলাইন ডেস্ক,১৫ অক্টোবর, ২০২১ঃ
নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করেছে ভারত। এরই ধারাবাহিকতায় দেড় বছরের বেশি সময় পর সব দেশের পর্যটকদের জন্য এবার পর্যটন ভিসা চালু করল দেশটির সরকার। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আরো পড়ুনঃ যেসব প্রাথমিক শিক্ষক নজরদারিতে

গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ১৫ অক্টোবর (শুক্রবার) থেকে দেশটি চার্টার্ড ফ্লাইটে আসা ভ্রমণকারীদের পর্যটন ভিসা দেবে। এ ছাড়া ১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটে আসা ভ্রমণকারীদের জন্য এই সুবিধা দেওয়া হবে।

গত বছর করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারত সরকার দেশটির সীমানা বন্ধ করে দেয়। এ জন্য গত বছরের মার্চ থেকে বন্ধ ছিল পর্যটন ভিসা। যদিও গত কয়েক মাসে কূটনীতিক এবং বিদেশি ব্যবসায়িক কর্মকর্তাদের জন্য কিছু ভিসা পুনরায় চালু করে ভারত সরকার।

করোনা মহামারি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সময় ভারতে প্রতিদিন সর্বোচ্চ চার লাখের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছিল। বর্তমানে প্রতিদিন শনাক্তের সংখ্যা ২০ হাজারের আশপাশে নেমে গেছে। এরই মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশ করোনার টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।

জার্মানির জাতীয় নির্বাচন আজ

আজ জার্মানির ২০তম জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনের মাধ্যমে আঙ্গেলা মের্কেলের ১৬ বছরের শাসনামলের পর নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটির নতুন নেতা নির্বাচনে রোববার ভোট দেবেন জার্মানরা।

রোববারের এই নির্বাচনের মাধ্যমে জার্মানিতে কার্যত একটি যুগের অবসান হবে। অবশ্য নির্বাচনের পর পরবর্তী সরকার গঠিত হওয়া পর্যন্ত মের্কেল দায়িত্বপালন করবেন।

ডয়চে ভেলে জানিয়েছে, পরবর্তী চ্যান্সেলর হিসেবে ৪২ শতাংশ মানুষ ওলাশ শলৎসকে সমর্থন দিলেও তার দল এসপিডির পক্ষে সমর্থন রয়েছে মাত্র ২৫ শতাংশ। সে ক্ষেত্রে বামপন্থী দল ডি লিংকে বা উদারপস্থী এফডিপিকে তৃতীয় শরিক করতে হবে।

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free

hit counter