নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারি, ২০২০
৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম গত ২৭ জানুয়ারি শুরু হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেয়ার সুযোগ দেয়া হলেও রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।
বোর্ড সূত্র দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানায়, প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ২৭ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি এ কার্যক্রম চলার কথা থাকলেও তা সে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোকে জানানো হবে।
তবে, কি কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।