নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারি, ২০২০
সাধারণ ধারার স্কুলগুলোতেও চালু হচ্ছে বৃত্তিমূলক বা ভোকেশনাল কোর্স। প্রাথমিকভাবে সেসিপ প্রকল্পের আওতায় প্রায় ছয়শ স্কুল ও মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু করা হবে। এ লক্ষ্যে ৫২২টি স্কুলে ২জন করে ল্যাব অ্যাসিসট্যান্ট নিয়োগের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৪৫ দিনের মধ্যে এসব স্কুলে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনলজির জন্য একজন ও অন্যান্য ট্রেডের জন্য একজন ল্যাব অ্যাসিসট্যান্ট নিয়োগ দিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। বিষয়টি জানিয়ে নির্বাচিত প্রতিষ্ঠান প্রধানদের বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে।
আদেশ দেখতে ক্লিক করুন।