৫২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব এ্যাসিস্ট্যান্ট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারি, ২০২০
সাধারণ ধারার স্কুলগুলোতেও চালু হচ্ছে বৃত্তিমূলক বা ভোকেশনাল কোর্স। প্রাথমিকভাবে সেসিপ প্রকল্পের আওতায় প্রায় ছয়শ স্কুল ও মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু করা হবে। এ লক্ষ্যে ৫২২টি স্কুলে ২জন করে ল্যাব অ্যাসিসট্যান্ট নিয়োগের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৪৫ দিনের মধ্যে এসব স্কুলে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনলজির জন্য একজন ও অন্যান্য ট্রেডের জন্য একজন ল্যাব অ্যাসিসট্যান্ট নিয়োগ দিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। বিষয়টি জানিয়ে নির্বাচিত প্রতিষ্ঠান প্রধানদের বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে।

আদেশ দেখতে ক্লিক করুন।



Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।