৪৬তম বিসিএসের সিট প্ল্যান প্রকাশ

Image

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ টাইপ) সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিট প্ল্যান দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী  শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০.০০ মিনিট থেকে দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কর্ম কমিশনের ওয়েবসাইটে ভিজিট করে এ সংক্রান্ত তথ্যাদি জানা যাবে।

আরো পড়ুন: ৪৬তম বিসিএস: পরীক্ষার পূর্বে যেভাবে প্রস্তুতি নিলে প্রিলিতে ভালো করা সম্ভব

এর আগে, পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, আগামী ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকার ৯৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।