৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি : ক্যাডার ও নন-ক্যাডারে পদ কতটি?

Image

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে এ বিজ্ঞপ্তি। এর আগে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশের কথা থাকলেও সেটি এগিয়ে আনা হয়েছে।

এবার ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে চার হাজারের বেশি পদে নিয়োগ হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রার্থীদের বয়সে ছাড় দিতে হত। এক্ষেত্রে পিএসসির নিয়োগ বিধি সংশোধনের প্রয়োজন হবে। এটি সময়সাপেক্ষ। আগের বিধি অনুযায়ী ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পিএসসির একজন সদস্য জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

আরো পড়ুন: ৪৫তম বিসিএস: নতুন নিয়মে হবে বাংলা লিখিত পরীক্ষা

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ৪৬তম বিসিএসে ক্যাডারে তিন হাজারের বেশি পদ থাকতে পারে। আর নন–ক্যাডারে অন্তত এক হাজার ১০০ পদ থাকবে। এ সংখ্যক পদের চাহিদা পাওয়া গেছে। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পিএসসিতে কাগজপত্র পাঠানো হয়েছে। নিয়ম অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন শিক্ষাবার্তাকে বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হলো নভেম্বরে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত হলে আমরা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেব।’

পিএসসি সূত্রে জানা যায়, বিসিএস পরীক্ষায় চলমান ভাইভা-জট কমিয়ে আনা হচ্ছে। ভাইভা শুরুর ছয় মাসের মধ্যে কার্যক্রম শেষ করা হবে। কোনোক্রমেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা মূল পদসংখ্যার তিন গুণের বেশি রাখা হবে না। উত্তীর্ণদের সংখ্যা অতিরিক্ত হলে ভাইভা জটের সৃষ্টি হয়। বর্তমানে ছয়টি বিসিএস নিয়ে কাজ করছে পিএসসি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।