আগামী বছরের শুরুর দিকেই ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পর ওই মাসের শেষ বা ফেব্রুয়ারির শুরুতে এ পরীক্ষা হতে পারে।
বর্তমানে ১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন গ্রহণ চলছে। গত ৯ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া ৩০ নভেম্বর পর্যন্ত চলার কথা। তবে এনটিআরসিএর এক শীর্ষ কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই আবেদনের সময় বাড়ানোর পরিকল্পনা আছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত তা বাড়ানো হতে পারে। বিষয়টি নিয়ে নির্বাহী সভায় আলোচনা হবে।
আরো পড়ুন: শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেলেন আরো ৭১৩ প্রার্থী
কর্মকর্তারা বলছেন, আবেদন গ্রহণের পর তা যাচাই-বাছাইয়ে কিছু সময় লাগবে। সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ হয়নি। আমরা জাতীয় নির্বাচনের ভোটের পর প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার কথা ভাবছি। নির্বাহী বোর্ডে বিষয়টি নিয়ে আলোচনা হবে।