ঢাকা: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব মো. শফিকুল ইসলাম কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) (স্টাডি লীভ শেষে যোগদানকৃত) মো. মুশাররফ হুসেইন মোল্লা রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত উপসচিব মো. শাহরিয়াজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, উপ-ওয়াকফ প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট- এর সহকারী পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, স্থানীয় সরকার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম চন্দ্র পাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব, ভূমি মন্ত্রনালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ভূইয়া পরিকল্পনা বিভাগের উপসচিব, স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. আকনুর রহমান জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. সাজেদুল ইসলাম মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হুদা পাবলিক প্রাইভেট পার্টনারশীপ অফিসের ডেপুটি ম্যানেজার, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মো. হাফিজুদ্দিন সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মো. ইছা ফরাজী বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ড. এ কে এম মুনিরুল হক খাদ্য অধিদপ্তরের গবেষণা পরিচালক, খাদ্য অধিদপ্তরের গবেষণা পরিচালক (উপসচিব) মো. রুহুল আমিন তালুকদার Strengthening of the Ministry of Disaster Management and Relief Program Administration এর শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাসির উদ্দিন আহমেদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বিকর্ণ কুমার ঘোষ Establishment of National Institute of Burn and Plastic Surgery এর শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম ইলিয়া সুমনা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।