এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের উৎসব ভাতার চেক আজ রোববার অথবা কাল সোমবার ছাড় হতে পারে। ২০০৪ খ্রিষ্টাব্দ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতন স্কেলের যথাক্রমে ২৫ ও ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। প্রতিবছরই শিক্ষকরা দাবি করেন শতভাগ উৎসব ভাতার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান, শিক্ষা অধিদপ্তর থেকে বিল তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর পর প্রয়োজনীয় স্বাক্ষর মিলেছে বৃহস্পতিবার। রোববার অথবা সোমবার চেকগুলো ব্যাংকে পাঠানো হবে।