অনলাইন ডেস্ক,২৩ জুন:
সরকারি কর্মচারীদের আয়কর হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ২১ জুন রাষ্টপতির রাষ্ট্রপতির আদেশকমে, সিনিয়ার সচিব নজিবর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়
Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) Gi section 44 Gi s ub-section (4) Gi clause (b)তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার অত্র বিভাগের ১৬ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৫ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন এস,আর,ও নং ১৯৮-আইন/আয়কর/২০১৫ রহিত মে, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস, যে নামেই অভিহিত হোক না কেন, ব্যতীত অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্টসহ সরকারি বেতন আদেশে উল্লিখিত অনা্্ন ভাতা ও সুবিধাদিকে প্রদেয় আয়কর হইতে এতদ্দারা অব্হতি প্রদান করিল।