সপ্তাহে ৭ দিনই খোলা থাকবে পবিপ্রবির লাইব্রেরি

Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহে সাতদিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সপ্তাহে চারদিন খোলা থাকতো লাইব্রেরি। সাপ্তাহিক ছুটির দিন না থাকা সত্ত্বেও মঙ্গলবার অনলাইন ক্লাসের কথা বলে দিয়ে বন্ধ রাখা হতো। ফলে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার স্থানের সংকট দেখা দেয়। এ নিয়ে চাপা ক্ষোভ ছিল শিক্ষার্থীদের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সপ্তাহে সাতদিন খোলা থাকলেও সেটা এ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তাছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সকাল ৮টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত খোলা থাকে, সেক্ষেত্রে আমাদের লাইব্রেরি বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম অন্তরায় বলে মনে করেন তিনি।

আরো পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানি, ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত

এ সমস্যা নিরসনে গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন ২০ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংযুক্ত একটি আবেদন গ্রন্থাগারিক বরাবর জমা দেন।

এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটির দিনসমূহে শিফটিং ডিউটির মাধ্যমে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ খোলা রাখার আদেশ দেন। ফলে এখন থেকে সপ্তাহে সাত দিনই খোলা থাকবে পবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।