সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এক পতিতা মায়ের কান্না

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি, এপ্রিল ২৯ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালকের সামনে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এক পতিতা মা অঝোরে কেঁদেছেন। নিজের সন্তানসহ যৌনপল্লীর সহস্রাধিক শিশুর নিরাপদ ভবিষ্যতের জন্য ব্যবস্থা নিতে ওই কর্মকর্তার কাছে আকুতি জানান ওই মা।

শনিবার (২৯ এপ্রিল) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের অধিকার নিশ্চিতকরণে এক সমাবেশে এ আকুতি জানান তিনি। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পল্লীর শিশুদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতির হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ও যুগ্ম সচিব গোকুল কৃষ্ণ ঘোষ।

সমাবেশের উন্মুক্ত আলোচনায় কথা বলতে গিয়ে ওই পতিতা মা কাঁদতে কাঁদতে বলেন, ‘ভাগ্যের দোষে আমি পতিতা হলেও আমার একমাত্র পুত্র সন্তানকে স্বাভাবিকভাবে মানুষ করার চেষ্টা করছি। এখন সে কলেজে প্রথমবর্ষে পড়ছে।’

তিনি বলেন, ‘নিজের ইজ্জত বিক্রির পয়সা ও শ্রম-ঘাম দিয়ে তার জন্য সবটুকু করার চেষ্টা করছি। কিন্তু পেরে উঠছি না। কষ্ট করে পড়ালেখার পরই বা ভবিষ্যত কী? পল্লীর খারাপ পরিবেশে ওকে আমি কতদিন ভাল রাখতে পারব। হয়তো অন্য দশটা ছেলের মতো সেও খারাপ হয়ে যাবে।’

ওই মা বলেন, ‘আমার ছেলে সমাজে মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হতে চায়। আমি বহুবার ওকে নিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। ওর প্রকৃত বাবা সন্তানের পরিচয় দিতে চায় না।’

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে সুযোগ সন্ধানীরা তার সঞ্চিত টাকা-পয়সা লুটে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে।ছেলে শিশুদের জন্য এ এলাকায় একটি নিরাপদ আবাসন ও মেয়েদের সেফ হোম কার্যক্রম বৃদ্ধির জন্য সরকার ও সেভ দ্য চিলড্রেনের প্রতি আকুতি জানান ওই মা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার ওই মাকে আশ্বস্ত করে বলেন, ‘আপনার সন্তানের পড়ালেখার খরচ জেলা পরিষদ থেকে বহন করা হবে। এছাড়া ভবিষ্যতে তার যোগ্যতা অনুযায়ী চাকরির দায়িত্বও আমি গ্রহণ করছি।’

যুগ্মসচিব গোকুল কৃষ্ণ ঘোষ জানান, পল্লীর শিশুদের সার্বিক কল্যাণে তার জায়গা থেকে তিনি যতটা সম্ভব করার চেষ্টা করবেন। এক্ষেত্রে তিনি সেভ দ্য চিলড্রেনকেও এখানে তাদের প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, প্রধান অতিথির সহধর্মিনী ও মাগুরা জেলার যুব উন্নয়ন কর্মকর্তা রিতা রাণী ঘোষ, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।