নওগা প্রতিনিধি,২২ এপ্রিল : নওগাঁ জেলায় ৩৩ ব্যাংকের স্কুল ব্যাংকিং কর্মসূচির আওতায় মোট ২৫ হাজার ৫৮৭ শিক্ষার্থীর হিসাবে ৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা সঞ্চিত হয়েছে।
২২ এপ্রিল শনিবার বেলা ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে আয়োজিত স্কুলব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এই কর্মসূচির লিড ব্যাংক হিসেবে দায়িত্বরত মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান।
মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আদিল রায়হান উপস্থিত ছিলেন।
মেলায় নওগাঁ জেলায় দায়িত্বরত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, এনআরবিসি, ব্যাংক এশিয়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউসিবি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক , ব্র্যাক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, পুবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথ ইষ্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে স্ব স্ব ষ্টলে তাদের ব্যাংকিং কার্যক্রম প্রদর্শন করে।