মঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের বখাটে জাহেদুল ইসলামকে গ্রেফতারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেইসঙ্গে থেকে উক্ত ছাত্রীকে নিরাপদে কলেজে যাতায়াতের নিশ্চয়তা প্রদান করেছে।
কলেজ কর্তৃপক্ষ মেয়েটির অর্ধবার্ষীক পরীক্ষা নেয়ার ব্যবস্থা করবে।
রোববার একটি জাতীয় দৈনিকে ‘মালোপাড়ার আলোটি নিভে যাবে?’ শীর্ষক সংবাদের প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তিনি ওইদিন সকালে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে যে কোনো মূল্যে উক্ত বখাটেকে গ্রেফতার করা এবং ভুক্তভোগী ছাত্রীর অবিলম্বে কলেজে যাওয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন।
মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই খুলনার আঞ্চলিক উপ-পরিচালক শিক্ষা টি এম জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দিন, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা শরীফ রায়হান কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল ভুক্তভোগী ছাত্রীর বাড়ি পরিদর্শন করেছেন।