নিজস্ব প্রতিবেদক,১৩মে:
প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি পাবেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। সোমবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে এসব আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।
বৈঠক শেষে তিনি বলেন, আর কোনো স্কুলে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের জন্য পিএসসিতে পাঠাব না। আগামী নিয়োগবিধিতে শতভাগ পদোন্নতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তবে শিক্ষানীতেতে আছে সহকারী প্রধান শিক্ষক পদের সৃষ্টির কথা। সেখান থেকে আমরা বের হতে পারব না। সেক্ষেত্রেও শতভাগ পদোন্নতির ব্যবস্থা রাখা হবে।
তিনি আরো বলেন, শুধুমাত্র তাই নয় আপনার (সহকারী শিক্ষকরা) যাতে প্রধান শিক্ষক পদের উপরের পদেও যেতে পারেন সেই ব্যবস্থা রাখা হবে। আপনার যাতে সহকারী জেলা শিক্ষা অফিসার বা শিক্ষা অফিসার কিংবা তার চেয়ে বড় পদে যেতে পারেন সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। পরবর্তী নিয়োগ বিধিমালায় সেটাও অন্তর্ভুক্ত করা হবে।