লালমনিরহাটে জাতীয়করনকৃত দুই শিক্ষক বরখাস্ত

লালমনিরহাটপ্রতিনিধি,২২এপ্রিল:   লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গবাই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও তহমিনা খানম এর জাল সনদ প্রমানিত হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২০ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অভিযুক্ত দুই শিক্ষককে বরখস্ত করেন।

সরকারি গেজেটে নতুন বিদ্যালয়টিকে দ্বিতীয় ধাপে সরকারী করন করা হয়। চাকুরী নেওয়ার সময় জাহাঙ্গীর আলম আলিম পাস ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পাস এর জাল সনদ জমা দেয়। তহমিনা খানম ১৯৯৩ সালে ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন কিন্তু তা গোপন করে ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষার জাল সনদ দিয়ে সহকারী শিক্ষিকা পদে চাকুরীতে যোগদান করে।

এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ করেন। তার প্রেক্ষিতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আল ইমরানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

উক্ত কমিটির তদন্ত পুর্বক গত ১০ এপ্রিল জেলা শিক্ষা অফিসে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে আনিত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় ঐ ২ জন শিক্ষককে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল ) বিধি- ১৯৮৫ এর বিধি-১১ (১) অনুযায়ী চাকুরী হতে সাময়িক ভাবে বরখাস্তের লিখিত আদেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।