মুম্বাই: ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। ভারতের এই সাবেক অধিনায়ক বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি হয়েছেন। তিনি এই দুটি দলের কোচের দায়িত্ব নিবেন। বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির সভা শেষে সেক্রেটারি অনুরাগ ঠাকুর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
অনুরাগ ঠাকুর বলেন, “এটা সুসংবাদ যে, রাহুল দ্রাবিড় ভারতের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে রাজি হয়েছেন। ” কোচ হিসেবে দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ‘এ’ দলকে নিয়ে। যেখানে আগামী জুলাইয়ে ভারতের মাটিতে তিনজাতি সিরিজ খেলবে ‘এ’ দল। বাকি দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ‘এ’ দল। এছাড়া আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতীয় যুবদলের সঙ্গী হবেন দ্রাবিড়।
২০১৪ সাল থেকেই আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবে কাজ করছেন দ্রাবিড়। বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা দ্রাবিড়কে ভারতীয় দলের হেড কোচ হওয়ার প্রস্তাবই করবেন ভেবেছিলেন। কিন্তু দ্য ওয়াল খ্যাত সাবেক এই ক্রিকেটার পরিবার ফেলে এমন পেশাদার পূর্ণকালীন কাজে এখনই জড়াতে রাজি হননি।