ডেস্ক : আবার জটিলতা। ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগকে কেন্দ্র করে। বোর্ডের একাংশ যে রবি শাস্ত্রীকে কোচ অথবা ডিরেক্টর হিসেবে ফিরিয়ে আনতে চাইছেন, এটা এখন আর কোনো গোপন খবর নয়। তা করতে গিয়ে অপসারিত কর্তাদের একাংশ সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের না জানিয়ে নতুন করে কোচ নিয়োগের আবেদন করার রাস্তা খুলে দিয়েছেন।
এতে প্রচণ্ড চটে গেছেন প্রশাসকরা। তা নিয়ে অবশ্য মোটেই চিন্তিত নন অপসারিত কর্তারা। ঠিক হয়েছে, ৯ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই মর্মে বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞাপনও দেয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, প্রথম দফায় রবি শাস্ত্রী আবেদন না করায় তাকে সরাসরি শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণের সামনে পরীক্ষায় ডাকা সম্ভব হবে না, আইনি জটিলতার কারণে।
আবেদনের মেয়াদ ৯ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেয়ায় রবি শাস্ত্রীকে সুযোগ করে দেয়া হলো।