বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আসন্ন ঈদুল আজহার পর সিদ্ধান্ত করা হবে।
রোববার (২৫ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমপিও নীতিমালা-২০২১ স্পষ্টীকরণে আয়োজিত সভায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
আরো পড়ুন: মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা
সভায় উপস্থিত এক কর্মকর্তা রোববার সন্ধ্যায় জানান, আজকের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। এমপিও নীতিমালার যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টিও আলোচনায় ছিল। বদলিসহ শিক্ষকদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে