দামুড়হুদা প্রতিনিধি ॥ জেলার দামুড়হুদা উপজেলায় পিএসসি ফলাফলে লিটিল এনজেলস ইন্টাঃ স্কুলের অভাবনীয় সাফল্য দেখিয়েছে। উপজেলায় মোট ৪৬৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৫ জন এ + পেয়েছে। এর মধ্যে দামুড়হুদা দর্শনার লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল ২৮টি এ+ পেয়ে উপজেলায় প্রথম হয়েছে ও দামুড়হুদা মডেল ২০ টি, পূর্ব রামনগর ১২টি, কেরু ১২ টি এ+ পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার সাকি সালামের হাত থেকে ফলাফল গ্রহন করেন অধ্যক্ষ বিকাশ কুমার দত্ত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পিএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা থেকে ১১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১৬ টি কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদের মধ্যে দর্শনার লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল ৪৬ টি ছাত্রছাত্রীর মধ্যে ২৮টি এ+,৭ জন ৪.৮৩ পয়েন্টসহ ১৬ জন এ পেয়ে প্রথম স্থান দখল করেছে।
দর্শনার লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল অধ্যক্ষ বিকাশ কুমার জানান, সার্বিক ফলাফলে এবার আমার বিদ্যালয় থেকে ভালো করেছে। ২০১৯ সালে আমরা ৪০টি এ+ পাবার আশা করছি। বিদ্যালয়ের ফলাফলে অধ্যক্ষ বিকাশ কুমার দত্ত।