প্রাথমিকের সব শিক্ষককে ডিপিই থেকে নির্দেশনা

mujuru_shikkha

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০২১
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দ্রুত করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বিজ্ঞপ্তিতে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করে শিক্ষকদের টিকা গ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনা টিকার আওতায় আনার নির্দেশনার পর অনেক শিক্ষক টিকা নেয়ার জন্য নিবন্ধন করছেন। শিক্ষকদের অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনো অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেনি।

এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে অতিদ্রুত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি (সোমবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মাহবুবুর রশীদ। চিঠিতে বলা হয়, গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে কর্মরত এক হাজার ৮৮৬ জনকে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।