1. Education for all people ___ a mammoth task.
Ans: is
2. Man has no escape ___ death.
Ans: from
3. Today the world is passing through____ Juncture
Ans: critical
4. The old man can not help __ a cup of tea.
Ans: having
5. There is ____ milk in the bottle.
Ans: very little
6. কলমটি তার-
Ans: He is the owner of the pen.
7. বিনয় মহত্বের ভূষন।
Ans: Modesty is embellishment of greatness
8. কেটলিতে পানি টগবগ করছে।
Ans: The water is simmering in the kettle.
9. ট্রেনটি ঢাকা যাবে।
Ans: The train is bound for Dhaka.
10. The shirt is ___.
Ans: after my taste
11. What is the meaning of ‘prior to’ ___?
Ans: before
12. The suffering of the poor man ___.
Ans: beggars description
13. I wish I had seen you before. (Exclamatory)
Had I seen you before!
14. Beside going to the book fair, I bought a number of books. (compound)
Ans: I went to the book fair and bought a number of books.
15.Do you find your payment too little? (passive)
Ans: Is your payment found too little to you?
16. There is little milk in the glass. (Interrogative)
Ans: Is there any milk in the glass?
17. I know him better than you.(positive)
Ans: You do not know him as well I know him
18. I am sure he (pass) the examination.
Ans: will pass
19. Walk carefully lest___.
Ans: you should stumble
20. People (talk) his courage even after his death.
Ans: talk of
21. Three-fourth of the work __ finished.
Ans: is
22. We felt very tired. The word ‘tired’ used in the sentence is ___.
Ans:
23. The verb of the word ‘beautiful’ is-
Ans: beautify
24. The synonym of the word ‘huge’ is-
Ans: enormous
25. The synonym of the word ‘unique’ is-
Ans: distinctive
26. ছয়টি ক্রমিক পুর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল –
Ans: ৩৬
27. এক নটিক্যাল মাইল সমান –
Ans: ১৮৫৩.১৮ মিটার
28. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b । একটি সংখ্যা c হলে, অপরটি –
Ans: ab/c
29. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ –
Ans: ২৫%
30. ১০০ টাকা ৫ বছরের সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার –
Ans: ২০%
31. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট ?
Ans: ৩/৫
32. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে –
Ans: ৩০০ জন
33. ৩ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত –
Ans: ৭ঃ২
34. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি –
Ans: ২ অথবা ৩
35. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় –
Ans: ৫.৫০
36. A:b = 4:5 এবং b:c = 6:7 হলে, a:b:c = ?
Ans: 24:30:35
37. Log2√520 এর মান –
Ans: 2
38. (a-b)/ab + (b-c)/bc + (c – a)/ca এর মান –
Ans: 0
39. 82x+3 = 23x+6 হলে, x এর মান –
Ans: -1
40. X – 1/x = 3 হলে, (x4 + 1)/x2এর মান –
Ans: 11
41. x >y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?
Ans: xz < yz
42. a = 2b = 3c এবং abc = 36 হলে, c এর মান
Ans: 2
43. 3x^3 + 2x^2 – 21x – 20 রাশিটির একটি উৎপাদক –
Ans: x+1
44. X+y = 3, x-y = 1হলে, 4xy এর মান –
Ans: 8
45. সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় –
Ans: 55^0, 35^0
46. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত ২ঃ৩ঃ৫। এর বৃহত্তম কোণটি –
Ans: 900
47. ABCD সামান্তরিকের AB = 12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি ।
সামন্তরিকের ক্ষেত্রফল –
Ans: ৭২ বর্গ সে.মি
48. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল –
Ans: 3√3 বর্গ একক
49. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে –
Ans: ৯
50. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উতপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল –
Ans: 3600
৫১. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
Ans: ২টি
৫২.গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ?
Ans: ময়মনসিংহ
৫৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিউট কোথায় অবস্থিত
Ans: ফরিদপুরে
৫৪. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
Ans: দিনাজপুর (নিশ্চিত না)
৫৫. বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য রাষ্ট্র?
Ans: ৩২ তম (সঠিক উত্তর নেই)
৫৬. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?
Ans: ষাট গম্বুজ মসজিদ
৫৭. সুইফট কোডের সংখ্যা কত?
Ans: ৮
৫৮. HTML এর পূর্ণরুপ কি?
Ans : HYPER TEXT Mark Up Language
৫৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
Ans: সম্রাট আকবর
৬০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
Ans: হামিদুর রহমান
৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি?
Ans: রিংগিত
৬২. হিউম্যান পেপিলোমা কি?
Ans: ভাইরাস
৬৩. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
Ans: ২৮ মে
৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন?
Ans: ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর নেই )
৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে?
Ans: ব্রেন্ডন ম্যাককালাম
৬৬. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি
Ans: বরগুনা
৬৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত তম?
Ans: চতুর্থ
৬৮. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়?
Ans:বরিশাল
৬৯. ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
Ans: ১৭ই নভেম্বর ১৯৯৯
৭০. কিসের অভাবে গলগন্ড রোগ হয়
Ans: আয়োডিন
৭১. লাল গ্রহ কাকে বলা হয়?
Ans: মঙ্গল
৭২. এপিকালচার কি?
Ans: মৌমাছি পালন বিদ্যা
৭৩. সিস্মগ্রাফ কি?
Ans: ভুমিকম্প মাপন যন্ত্র
৭৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
Ans: ভুটান
৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে?
Ans: জহির রায়হান
৭৬. কোন বানানটি শুদ্ধ?
Ans: পোশাক
৭৭. কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?
Ans: হাইফেন
৭৮. কোন বানানটি শুদ্ধ ?
Ans: বিভীষিকা
৭৯. আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?
Ans: চলিত ভাষা
৮০.দুহিতার বিপরীত শব্দ কোনটি?
Ans: পুত্র
৮১। Autonomous শব্দের অর্থ?
Ans: স্বায়ত্তশাসিত
৮২। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ans: অর্ধাঙ্গী
৮৩। ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি
Ans: চতু:+পদ
৮৪। সিংহপুরুষ কোন সমাস?
Ans: উপমিত কর্মধারয়
৮৫। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ans: মনু+ষ্ণ
৮৬। যে উপকারীর অপকার করে?
Ans: কৃতঘ্ন
৮৭। ‘পাপে বিরত থাকো’-কোন কারকে কোন বিভক্তি
Ans: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
৮৮। Edition শব্দের অর্থ-
Ans: সংস্করণ
৮৯। রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?
Ans: ভানু
৯০। পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?
Ans: ভূতপূর্ব
৯১। ‘কেতা দূরস্ত’ বাগধারার অর্থ কী?
Ans: পরিপাটী
৯২। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়
Ans: ধ্বনিতত্ত্বে
৯৩। বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?
Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯৪। ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ans: মহৎ+ইমন
৯৫। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?
Ans: তিরোভাব
৯৬। দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?
Ans: অহিনকুল
৯৭। নিচের কোনটি শুদ্ধ বানান?
Ans: ন্যূনতম
৯৮। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?
উ: উগ্র
৯৯। ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?
Ans: কর্ম কারকে শূন্য বিভক্তি
১০০। মৌমাছি কোন সমাস?
Ans: কর্মধারয় সমাস
১. গদ্যরীতি — সাধু ও চলিত রীতি
২. বাংলা বানানের নিয়ম ( বাংলা একাডেমী)
৩. পত্র রচনা — আবেদনপত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায় সংক্রান্ত পত্র।
৪. অনুবাদ — ইংরেজি থেকে বাংলা
গ. প্রবন্ধ রচনা
নির্বাচিত প্রবন্ধ, গল্প ও কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত প্রবন্ধ সংগ্রহ, গল্প সংগ্রহ ও কবিতা সংগ্রহ থেকে গ্রহণ করা হবে। ‘রাজবন্দীর জবানবন্দী’ বাংলা একাডেমী, ঢাকা থেকে প্রকাশিত নজরুল রচনাবলি থেকে গ্রহণ করতে হবে।
বিষয়ঃ ইংরেজি (English)
কোড: ৩০২
পূর্ণমান-১০০
Grammar:
(Part-A)
Articles b. Parts of Speech c. Appropriate use of Preposition d. Subject verb agreement e. Linking verbs f. Main verbs and auxiliary verbs g. Right use of verbs h. Using correct form of adjectives i. Gerund, participle or infinitive.
(Part-B)
Common confusion (its/ it’s, good/ well, fewer/less etc)
Narration
Voice
Correction
Trasformation of sentences
Phrases and idioms
Completing sentences
Joining sentences
Framing sentences expressing different attitudes/emotions
Cmposition:
Paragraph Writing
Letter/ Application Writing
Precise Writing/Amplification
Punctuation
Creative Writing
Eassy Writing
Writing a report on a problem/investigation
Translation from Bangla to English
বিষয়ঃ অর্থনীতি (Economics)
কোড: ৩০৩
পূর্ণমান-১০০
ক. অর্থনীতি ও এর নিয়ামকঃ
১. অর্থনৈতিক সমস্যার প্রকৃতিঃ সুযোগ ব্যয়ের ধারণা, প্রত্যেক অর্থনৈতিক সমাজের কেন্দ্রীয় সমস্যাবলি, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। মূল্য ব্যবস্থা এবং মুক্তবাজার অর্থনীতিতে মূল্য ব্যবস্থার ভূমিকা। ২. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিঃ সামষ্টিক অর্থনীতির গুরুত্ব, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয় এবং পারস্পরিক নির্ভরশীলতা।
৩. চাহিদা এবং যোগানঃ চাহিদা ও যোগানের ধারণা, চাহিদা ও যোগানের নির্ধারকসমূহ, চাহিদা ও যোগান উভয় শক্তির সমন্বয়ে/ঘাত-প্রতিঘাতে বাজারে দাম নির্ধারণ। বাজার দামের ওপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব, বাজার ভারসাম্যের ওপর কর আরোপের প্রভাব।
৪. উৎপাদন বিধিঃ উৎপাদন বিধির প্রকারভেদ, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এ বিধির প্রযোজ্যতা। ৫. চলক এবং ধ্রুবকঃ অপেক্ষক, একমাত্রিক অপেক্ষক (Linear Function) এবং লেখচিত্র, আংশিক ভারসাম্যের ধারণা, একমাত্রিক মডেলের সাহায্যে আংশিক ভারসাম্যের ধারণা বিশ্লেষণ, অন্তরকলন বা Differentiation, এক চলক বিশিষ্ট একটি ফাংশনের/ অপেক্ষকের অন্তরকলনের নিয়মাবলি, আংশিক অন্তরকলন।
৬. ক. কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিঃ মধ্যক (Mean) মধ্যমা (Medium), প্রচুরক বা Mode, যোজিত ও গুণোত্তর গড়, যোজিত গড় নির্ণয়; খ. বিস্তৃতি পরিমাপের পদ্ধতিসমূহঃ পরিমাপ, গড় ব্যবধান (Mean Deviation), পরিমিত ব্যবধান (Standard Deviation), ভেদমান (Variance), ব্যবধানাঙ্ক বা Co-efficient of variance।
খ. অর্থনৈতিক কর্মকান্ডঃ ১. অর্থনৈতিক কার্যকলাপের মৌলিক পরিমাপসমূহঃ মোট জাতীয় উৎপাদন, নীট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয় জাতীয় উৎপাদনে বিভিন্ন খাতের অবদান, জাতীয় আয় বা উৎপাদন, মাথাপিছু আয়, জাতীয় উৎপাদনে বিভিন্ন খাতের অবদান, জাতীয় আয় বা উৎপাদন পরিমাপের দ্বৈতগণনার সমস্যা এবং এ সমস্যা সমাধানে মূল্য সংযোজন (Value Added) পদ্ধতি ব্যাখ্যা।
২. কেইনস-এর আয় ও নিয়োগতত্ত্বঃ কার্যকর চাহিদা (Effective Demand), সঞ্চয় ও বিনিয়োগের ভারসাম্য এবং আয় নির্ধারণ, ভোগ প্রবণতা এবং ভোগ প্রবণতার নির্ধারকসমূহ, সঞ্চয় প্রবণতা, মূলধনের প্রান্তিক দক্ষতা, গুণক এবং গুণকের মাধ্যমে আয় বৃদ্ধির প্রক্রিয়া ব্যাখ্যা।
৩. মুদ্রাস্ফীতিঃ চাহিদা-প্ররোচিত ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির কারণসমূহ, দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ। অর্থের মূল্য, অর্থের মূল্যের পরিবর্তন, অর্থের পরিমাণ তত্ত্ব। ৪. ব্যাংক ব্যবস্থাঃ কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, গ্রামীণ ব্যাংকের কার্যাবলি।
গ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নঃ ১. অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন বনাম প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠিঃ মানব উন্নয়ন সূচক (HDI), বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া, ধারা ও সম্ভাবনা।
২. বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাঃ কৃষিতে নিম্ন উৎপাদনশীলতা, জাতীয় উৎপাদনে শিল্পের অবদান কম, সেবা খাতের প্রাধান্য। দারিদ্রে্যর দুষ্টচক্র, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠী এবং ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদ বন্টনে বৈষম্য, দেশের বেকারত্ব পরিস্থিতি।
৩. দারিদ্র্য বিমোচনে গৃহীত পদক্ষেপসমূহঃ ক্ষুদ্র ঋণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের পরিপ্রেক্ষিতে দারিদ্র্য বিমোচনে জাতীয়ভাবে কৌশলপত্র প্রণয়ন যা সংক্ষেপে পিআরএসপি (PRSP)।
৪. বাংলাদেশের বহির্বাণিজ্য এবং বিশ্বায়নঃ প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্য, বাণিজ্যিক এবং লেনদেনের ভারসাম্য পরিস্থিতি, সাম্প্রতিক গতিধারা, শর্তযুক্ত বৈদেশিক সাহায্য, বিশ্বায়নের প্রভাব এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ পরিবর্তনসমূহ, সাফটা ও অন্যান্য আঞ্চলিক বাণিজ্যিক জোট গঠন।
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান (Political Science)
কোড: ৩০৪
পূর্ণ নম্বর-১০০
রাষ্ট্রবিজ্ঞানের ধারণা ও মতবাদঃ ১. রাষ্ট্রবিজ্ঞানঃ অর্থ, প্রকৃতি, পরিধি, পদ্ধতি, অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা। ২. মৌলিক ধারণাসমূহঃ সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সমতা, অধিকার এবং কর্তব্য, জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ। ৩. রাজনৈতিক চিন্তাবিদঃ প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলি ও রুশো।
সরকার এবং এর গঠনঃ ১. সরকারের শ্রেণীবিভাগঃ সনাতন এবং আধুনিক, গণতন্ত্র ও একনায়কতন্ত্র, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। ২. সরকারের অঙ্গঃ আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচক মন্ডলী।
৩. রাজনৈতিক আচরণঃ রাজনৈতিক দল, চাপসৃষ্টিকারী গোষ্ঠী এবং জনমত।
বাংলাদেশ এবং এর প্রেক্ষাপটঃ ১. বাংলাদেশের অভ্যুদয়ঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, স্বায়ত্তশাসন আন্দোলন এবং ৬ দফা কর্মসূচি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, স্বাধীনতা যুদ্ধ এবং একটি জাতির জন্ম। ২. বাংলাদেশের সংবিধানঃ ১৯৭২ সালের সংবিধান, মূলনীতি, সংবিধানের সংশোধনীসমূহ।
রাজনীতি এবং সামাজিক নিরাপত্তাঃ ১. রাজনীতি এবং অর্থনীতিঃ রাজনৈতিক অর্থনীতি, অর্থনীতি এবং রাজনীতির মধ্যে সম্পর্ক, রাষ্ট্রীয় কার্যক্রমের উন্নয়ন এবং আধুনিক রাষ্ট্রের আর্থ-সামাজিক কার্যাবলি। ২. সামাজিক নিরাপত্তাঃ সংজ্ঞা, গুরুত্ব, সামাজিক নিরাপত্তার প্রকারভেদ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক নিরাপত্তার ভূমিকা।
বিষয়ঃ ইতিহাস (History)
কোড: ৩০৫
পূর্ণ নম্বর-১০০
বাংলার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত)ঃ ১. প্রাচীনকালঃ বাংলায় পাল বংশের শাসন- ধর্ম পাল, দেব পাল। বাংলায় সেন বংশের শাসন – বিজয় সেন, লক্ষণ সেন। ২. মধ্যযুগঃ বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা বখতিয়ার খিলজী, ইলিয়াস শাহী বংশের শাসন, হোসেনশাহী বংশের শাসন। ৩. আধুনিক যুগঃসিরাজউদ্দৌলা ও পলাশির যুদ্ধ, ফরায়েজি আন্দোলন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ, বঙ্গীয় রাজনীতি (১৯৩৭-৪৭)। বাংলাদেশের অভ্যুদয় – রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি।
দক্ষিণ এশিয়ার ইতিহাসঃ ১. কুতুবউদ্দিন আইবেকঃ দিল্লীর স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা। ২. তুঘলক বংশঃ মুহম্মদ বিন তুঘলকের পরিকল্পনাসমূহ। ৩. বাবরঃ পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬), শেরশাহঃ তাঁর সংস্কারসমূহ, আকবরঃ তাঁর বিজয়, রাজস্ব সংস্কারসমূহ।
ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৩৯)ঃ ৭. ১৭৮৯ সালের বিপ্লবের পূর্বে ফ্রান্সের অবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা এবং বুদ্ধিজীবীদের রচনাবলি। ৮. বিপ্লবের শুরু এবং জাতীয় সংসদের সংস্কারসমূহ (১৭৮৯-১৮৪১)। ৯. ইতালি এবং জার্মানির একত্রীকরণ। ১০. প্রথম বিশ্বযুদ্ধঃ কারণ এবং ভার্সাই চুক্তি। ১১. মুসোলিনি, হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১২৫৮ সাল পর্যন্ত ইসলামের ইতিহাস (দক্ষিণ এশিয়া ও স্পেন ব্যতীত)ঃ ১২. হজরত মুহম্মদ (সাঃ) হিজরতপূর্ব জীবন, হিজরত, মদিনায় রাষ্ট্রগঠন, তাঁর সংস্কারসমূহ। ১৩. খোলাফায়ে রাশেদিনঃ খলিফা আবু বকর (রাঃ) ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে তাঁর যুদ্ধ – খলিফা ওমর (রাঃ), শাসন ব্যবস্থা – খলিফা ওসমান (রাঃ) কৃতিত্ব- খলিফা আলি (রাঃ) শিয়া ও খারেজিদের উৎপত্তি। ১৪. উমাইয়া শাসনের ভিত্তিস্থাপনঃ খলিফা ওয়ালিদ-১। ১৫. আববাসীয় বংশঃ শিক্ষা ও বিজ্ঞানের চর্চা।
অথবা,
দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৭০৭-১৭৪৭)ঃ ১৬. কোম্পানি প্রশাসনের সম্প্রসারণঃ সহায়ক মৈত্রী, সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের সংযুক্তি। ১৭. ১৮৫৭ সালের বিদ্রোহ। ১৮. স্যার সৈয়দ আহমদ খান এবং আলিগড় আন্দোলন। ১৯. মুসলমানদের সিমলা ডেপুটেশন এবং ১৯০৬ সালে মুসলিমলীগ গঠন ২০. ১৯৪০ সালের লাহোর প্রস্তাব। ২১. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন এবং ভারত বিভক্তি।
বিষয়ঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (Islamic History & Culture)
কোড: ৩০৬
পূর্ণমান-১০০
(ক অংশ ৫০ এবং খ এর যে কোন ১টি অংশ ৫০)
ক অংশ-৫০
মধ্যযুগ (৫৭০ খ্রিঃ থেকে ১২৫৮ খ্রিঃ)
প্রাক-ইসলামি পটভূমিঃ ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা।
হযরত মুহাম্মদ (সাঃ) মক্কা ও মদিনা জীবনঃ শৈশব ও হিল্ফ-উল-ফুজুল গঠন, তায়েফ গমন, হিজরতের কারণ ও গুরুত্ব।
মদিনাজীবনঃ প্রথম মুসলিম রাষ্ট্র গঠন, মদিনা সনদের গুরুত্ব ও তাৎপর্য, বদরের যুদ্ধ – কারণ ঘটনা ও ফলাফল, হুদাইবিয়ার সন্ধি এবং এর গুরুত্ব, বিদায় হজের গুরুত্ব ও তাৎপর্য, সমাজ সংস্কারক ও একটি নতুন জাতির প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর অবদান।
খোলাফায়ে রাশেদিনঃ হজরত আবু বকর (রাঃ)ঃ স্বধর্মত্যাগীদের বিদ্রোহের কারণ ও ফলাফল, ত্রাণকর্তা হিসেবে তাঁর অবদান। হজরত ওমর (রা)ঃ শাসন ব্যবস্থা, চরিত্র ও কৃতিত্ব। হজরত ওসমান (রাঃ)ঃ খিলাফত লাভ, হত্যার কারণ ও ফলাফল। হজরত আলি (রাঃ)ঃ হজরত মুয়াবিয়া (রাঃ)-এর সাথে সংঘর্ষের কারণ ও ফলাফল, সিফ্ফিনের যুদ্ধ, চরিত্র ও কৃতিত্ব।
উমাইয়া খিলাফতঃ ১. হজরত মুয়াবিয়া (রাঃ) উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা, চরিত্র ও কৃতিত্ব। ২. আবদুল মালিকঃ উমাইয়া শাসনের পুনর্গঠন ও দৃঢ়করণ, শাসন সংস্কার। ৩. ওমর বিন আবদুল আজিজ (রাঃ)ঃশাসন নীতি, চরিত্র ও কৃতিত্ব। ৪. উমাইয়া খিলাফতের ক্রমাবনতি ও পতনের কারণসমূহ।
স্পেনে মুসলিম (উমাইয়া) শাসনঃ প্রথম আবদুর রহমানঃ স্পেনে নতুন রাজবংশ প্রতিষ্ঠা, চরিত্র ও কৃতিত্ব।
আববাসীয় খিলাফতঃ ১. আববাসীয় বংশের প্রতিষ্ঠা আবুল আববাস আস্ সাফ্ফাহ, আবু জাফর আল-মনসুরের স্বরাষ্ট্র নীতি, বাগদাদ নগরী প্রতিষ্ঠা, শাসন ব্যবস্থা।
২. হারুন-অর-রশিদঃ শাসন ব্যবস্থা, আল-আমিন ও আল-মামুনের মধ্যে গৃহযুদ্ধের কারণ ও ফলাফল, আল-মামুনের আমলে জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ সাধন। ৩. আববাসীয় খিলাফতের ক্রমাবনতি ও পতনের কারণসমূহ।
খ অংশ-৫০ (যে কোন ১টি ঐচ্ছিক অংশের উত্তর দিতে হবে)
ঐচ্ছিক-১
ভারতীয় উপমহাদেশ – মধ্যযুগ
প্রাক-সালতানাত যুগঃ ১. আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ঃ মুহম্মদ বিন কাসিমের অভিযানের কারণ, ঘটনা ও এর ফলাফল। ২. সুলতান মাহমুদঃ সামরিক অভিযানসমূহ, চরিত্র ও কৃতিত্ব। ৩.মুইজউদ্দিন মুহম্মদ ঘুরীঃ ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, চরিত্র ও কৃতিত
ক. বাংলা (Bengali): ২৫
১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক বিভক্তি, ৭. সমাস ও প্রত্যয়, ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯. বাক্য সংকোচন, ১০. লিঙ্গ পরিবর্তন।
খ. ইংরেজি (English): ২৫
Completing sentences, 2. Translation from Bengali to English, 3. Change of parts of speech, 4. Right forms of verb, 5. Fill in the blanks with appropriate word, 6. Transformation of sentences, 7. Synonyms and Antonyms, 8. Idioms and phrases.
গ. গণিত (Mathematics): ২৫
পাটিগণিত: গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি অনুপাত-সমানুপাত।
বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।
ঘ. সাধারণ জ্ঞান: ২৫
১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়
২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।
বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি,
আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মূদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।
ঐচ্ছিক বিষয় (Optional Subject)
বিষয়ঃ বাংলা
বিষয় কোড-৩০১
পূর্ণমান-১০০
ক. সাহিত্য
১. নির্বাচিত প্রবন্ধ
১. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় — বাঙ্গলা ভাষা
২. রবীন্দ্রনাথ ঠাকুর — সভ্যতার সংকট
৩. প্রমথ চৌধুরী — যৌবনে দাও রাজটীকা
৪. কাজী আবদুল ওদুদ — বাংলার জাগরণ
৫. কাজী নজরুল ইসলাম — রাজবন্দীর জবানবন্দী
৬. মোতাহের হোসেন চৌধুরী — সংস্কৃতি কথা
২. নির্বাচিত গল্প
১. রবীন্দ্রনাথ ঠাকুর — একরাত্রি
২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় — পুঁই মাচা
৩. আব্দুল মনসুর আহমদ — হুযুর কেবলা
৪. মানিক বন্দ্যোপাধ্যায় — প্রাগৈতিহাসিক
৫. শওকত ওসমান — নতুন জন্ম
৬. সৈয়দ ওয়ালীউল্লাহ — নয়নতারা
৩. নির্বাচিত কবিতা
১. মাইকেল মধুসূদন দত্ত — আত্মবিলাপ
২. রবীন্দ্রনাথ ঠাকুর — ঐকতান
৩. কাজী নজরুল ইসলাম — চৈতী হাওয়া
৪. জীবনানন্দ দাশ — বনলতা সেন
৫. জসীম উদ্দিন — কবর
৬. শামসুর রাহমান — বারবার ফিরে আসে
৭. আল মাহমুদ — সোনালী কাবিন
খ. ভাষা শিক্ষা
১. গদ্যরীতি — সাধু ও চলিত রীতি
২. বাংলা বানানের নিয়ম ( বাংলা একাডেমী)
৩. পত্র রচনা — আবেদনপত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায় সংক্রান্ত পত্র।
৪. অনুবাদ — ইংরেজি থেকে বাংলা
গ. প্রবন্ধ রচনা