প্রকাশ্যে শিক্ষকদের চুল কাটা হলো

অনলাইন ডেস্ক॥ একটি ছবি। তাতে দেখা যাচ্ছে প্ল্যাকার্ড গলায় মুখ নিচু করে বসে রয়েছেন কয়েকজন। পিছনে হলুদ টি শার্ট পরা এক যুবক তাঁদের মাথায় কাঁচি চালাচ্ছেন। আর এই ছবি সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে মেক্সিকোয়। সরব হয়েছে বিভিন্ন মহল। জানা গেছে, সরকারের শিক্ষা সংস্কারের বিরোধিতা করে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় কনফেডারেশন অফ এডুকেশন ওয়ার্কার্স। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দেশে শিক্ষা সংস্কার সংক্রান্ত আইনে সই করার পর থেকেই বিক্ষোভ চলছে ওই সংগঠনের। ওই আইন মোতাবেক ইউনিয়ন লিডারদের ক্ষমতা খর্ব হবে এবং শিক্ষকদের দক্ষতা নির্ণয় করা হবে বিশেষ পারফরম্যান্স মিটিংয়ে।

অভিযোগ, সিএনটিইর সেই বিক্ষোভ-ধর্মঘটে যে সব শিক্ষক যোগ দেননি, প্রকাশ্যে তাঁদের মাথা মুড়িয়ে দেওয়া হয়। আর এই ছবি সামনে আসতেই নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। প্রথমদিকে এই আন্দোলনে সমর্থন জানালেও, এই ঘটনার পর থেকে সমর্থনকারীদের একটা বড় অংশ আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তবে এই ঘটনা থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছে সিএনটিই। নিন্দা, বিরোধিতার মুখে পড়ে তাদের দাবি, শিক্ষকদের মাথা মোড়ানোর কাজ তাদের নয়। বহিরাগতদের কাজ এটি।

এদিকে, গত মাসেই শিক্ষকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মেক্সিকোর শিক্ষামন্ত্রী। পরপর তিনদিন কাজ কামাই করায় চিয়াপার প্রায় হাজার শিক্ষককে ছাঁটাই করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।