পরীক্ষা দিতে না পেরে আত্মহত্যার চেষ্টা

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে পরীক্ষা দিতে না পেরে উম্মে হানী নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। সে রাংটিয়া গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে এবং রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

উম্মে হানীর ভাই শফিকুল ইসলাম জানায়, সোমবার বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে এলে ফি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহম্মেদ পরীক্ষা শুরুর ২২মিনিট পর উম্মে হানীর খাতা নিয়ে নেয়। পরীক্ষা দিতে না পারার ক্ষোভে  সে দুপুরে কীটনাশক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরে উম্মে হানীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, বিষয়টি প্রেম ঘটিত, আর উম্মে হানী বিষ খেয়েই কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছিল।

অপরদিকে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল হাসেম জানান, উম্মে হানী এখন সুস্থ্য আছে, তবে শংকামুক্ত নয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।