নেপালে ফের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক
ডেস্ক: বৃহস্পতিবার রাতে ভূমিকম্পটি হয় বলে শুক্রবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, বৃহস্পতিবারের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ৬৫ কিলোমিটার দূরে সিন্ধুপালচক জেলায়।
২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ধ্বংস্তূপের চিত্র
চলতি বছরের ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পরাঘাত হিসাবে এই ভূমিকম্পকে বিবেচনা করা হচ্ছে।৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে দেশটিতে ৮,৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
ওই ভূমিকম্পের পর থেকে নেপালের মানুষেরা প্রতিদিনই তিন থেকে চারটি কম মাত্রার পরাঘাত অনুভব করছে ।