জীববিজ্ঞান নবম অধ্যায় : উদ্ভিদের জৈবিক কার্যাবলি
১. কিসের অভাবে ফুলে কুঁড়ি জন্ম হতে ব্যাহত হয়?
উত্তর : বোরণের অভাবে।
২. উদ্ভিদের পুষ্টির জন্য দরকারি মাইক্রো মৌলগুলোর নাম লেখ।
উত্তর : জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও কার্বন।
৩. ট্রিপল সুপার ফসফেটের প্রধান উপাদান কোনটি?
উত্তর : ফসফরাস (চ)
৪. বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কোন কোন পুষ্টি উপাদান সরাসরি গ্রহণ করে?
উত্তর : অক্সিজেন এবং কার্বন
৫. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য গ্রহণ করে তার নাম কী?
উত্তর : শর্করা।
৬. উদ্ভিদে বোরণের অভাবজনিত লক্ষণগুলো কী কী?
উত্তর : ক. শাখার শিষ মরে যায়
খ. মূলের বৃদ্ধি কমে যায়
গ. ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়।
৭. কিসের অভাবে মূলের বৃদ্ধি কমে যায়, শাখার শিষ মরে যায়?
উত্তর : বোরণের অভাবে।
৮. উদ্ভিদের পুষ্টির জন্য অজৈব উপাদানের সংখ্যা কতটি?
উত্তর : ১৬টি।
৯। কী হিসেবে উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে?
উত্তর : আয়ন হিসেবে।
১০. কোন উপাদানটি উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন হয়?
উত্তর : কার্বন।
১১. কোনটি উদ্ভিদের ফসফরাসের উৎস?
উত্তর : ট্রিপল সুপার ফসফেট।
১২. কোনটির অভাবে সালোকসংশ্লেষণের হার কমে যায়?
উত্তর : ম্যাগনেশিয়াম।
১৩. কিসের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল প্রক্রিয়া ব্যাহত হয়?
উত্তর : নাইট্রোজেনের অভাবে।
১৪. ম্যাগনেশিয়ামের অভাব হলে উদ্ভিদে কী কী লক্ষণ দেখা যায়?
ক. পাতার দুটি শিরার মাঝের অংশ হলুদ হয় এবং খ. বয়স্ক পাতা প্রথমে হলুদ হয়।
১৫. কোন উপাদান কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?
উত্তর : পটাশিয়াম
১৬. উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজনীয় মাইক্রো মৌলগুলোর নাম লেখ।
উত্তর : নাইট্রোজেন(ঘ), পটাশিয়াম (ক), ক্যালসিয়াম (ঈধ), আয়রন (ঋব), ম্যাগনেশিয়াম (গম), কার্বন (ঈ), হাইড্রোজেন (ঐ), অক্সিজেন (ঙ), ফসফরাস (চ), সালফার (ঝ)।
১৭. পাতার শিষ ও কিনারা হলুদ হয় কিসের অভাবে?
উত্তর : পটাশিয়ামের অভাবে।
১৮. মাইক্রো মৌল নয়, এমন তিনটি উপাদানের নাম লেখ।
উত্তর : ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, সোডিয়াম।