নিজস্ব প্রতিবেদক, ২২ ফেব্রুয়ারি ২০২২:
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই কমিটির সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
আরো খবর:
বেলা ৩ টায় রাজধানীর ব্যানবেইসে এ সভায় সভাপতিত্ব করবেন (মাধ্যমিক-২) এর অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে শিক্ষামন্ত্রণালয় সভার নোটিশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বেসরকারি-৩) সোনা মনি চাকমা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
সভার বিষয়ে জানতে চাইলে তিনি শিক্ষাবার্তাকে বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর বিষয়ে আলোচনা হতে পারে। অনলাইনে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করেছে। কিন্তু আমাদের চাহিদামাফিক অনেকেই রিকোয়ারমেন্ট পূরণ করতে পারেনি। মূলত যেসব প্রতিষ্ঠান পেরেছে ও যারা পারেনি এসব বিষয়েই যাচাই-বাছাই করা হবে।