নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি বাস্তবায়ন করে ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ নামক সংগঠনের ব্যানারে শতাধিক মানুষ।
ফেসবুকভিত্তিক এ সংগঠনটির আহ্বায়ক রাখাল রাহা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির আহমেদসহ প্রায় শতাধিক ব্যক্তি আজকের মানববন্ধনে যোগ দেন।
আরো পড়ুন: নতুন কারিকুলামে বিজ্ঞান শিক্ষা কেমন !
সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, সমাজ, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা কারিকুলাম সরকার এ বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে। এর ফলে দেশের পতিত শিক্ষাব্যবস্থা আরও পতনের সম্মুখীন হয়েছে। আমাদের সন্তানের শিক্ষা ও জীবন আজ ভয়ংকর ঝুঁকির মুখে। তাদের এ বিপন্নতায় আমরা সারা দেশের অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। এমতাবস্থায় আমরা আগামী শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনের আয়োজন করেছি।
সম্মিলিত শিক্ষা আন্দোলনের দাবিসমূহ হলো-
১. শিক্ষানীতিবিরোধী নতুন কারিকুলাম সম্পূর্ণ বাতিল করতে হবে।
২. নম্বরভিত্তিক দুটি সাময়িক লিখিত পরীক্ষা (৬০ নম্বর) চালু রাখতে হবে এবং ধারাবাহিক মূল্যায়ন হিসেবে ৪০ নম্বর রাখতে হবে।
৩. নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচনের সুযোগ অথবা বিজ্ঞান বিভাগ রাখতে হবে।
৪. ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি নির্দেশক বা ইন্ডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেডভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখতে হবে।
৫. সব সময় সব শিখন, প্রোজেক্ট ও অভিজ্ঞতাভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকে বহন করতে হবে এবং স্কুল পিরিয়ডেই সব প্রোজেক্ট সম্পন্ন হতে হবে।
৬. শিক্ষার্থীদের দলগত ও প্রোজেক্টের কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করতে হবে এবং তাত্ত্বিক বিষয়ে অধ্যয়নমুখী করতে হবে।
৭. প্রতিবছর প্রতি ক্লাসে নিবন্ধন ও সনদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে, প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু রাখতে হবে এবং এসএসসি ও এইচএসসি দুটি পাবলিক পরীক্ষা বহাল রাখতে হবে।
৮. সব সময় সব শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অবশ্যই তা মন্ত্রিপরিষদ ও সংসদে উত্থাপন করতে হবে।