নটরডেম-হলিক্রস-সেন্ট যোসেফে পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি

Image

চার্চ পরিচালিত নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজে এবারও পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

দেশের সব কলেজে এসএসসির জিপিএ ও নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করালেও উচ্চ আদালতের নির্দেশে প্রতি বছর এ তিন কলেজে ভর্তি কার্যক্রম চলছে নিজস্ব পদ্ধতিতে।

আরো পড়ুন: হলি ক্রস কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি

জানা গেছে, এ তিন কলেজে ভর্তি আবেদন শুরু হবে বুধবার (৯ আগস্ট) থেকে। চলবে ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। কলেজগুলোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি ৩৫০ টাকা বিকাশে পরিশোধ করার পর অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদের ফলাফল প্রকাশ হওয়ার পর সংশোধিত কপি নিয়ে কলেজে সরাসরি যোগাযোগ করতে হবে।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় আনা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।