দুদকের টার্গেটে ৮০ সরকারি কর্মকর্তা

শিক্ষক বাতায়ন-দুদক

ঢাকা,১৪ ডিসেম্বর: বিদেশে অর্থ পাচারকারী ৮০ সরকারি কর্মকর্তাকে টার্গেট করে এগুচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারী সন্দেহে ইতোমধ্যে এই কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানও শুরু করে দিয়েছে সংস্থাটি।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে এসব ইস্যুতেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জরুরি বৈঠকে বসে দুর্নীতি দমন কমিশন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা।

বৈঠক শেষে দুদকের আইনজীবী খুরশীদ আলম বলেন, সর্বশেষ ৮০ জন বড় আমলা, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। এর আগে অনেকের সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন শুরু থকে শেষ পর্যন্ত টাকা পাচার সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ মামলা করেছে আমরা সবগুলোর তথ্য-উপাত্ত আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নির্ধারিত তারিখে আদালতকে দেওয়ার চেষ্টা করব।

বৈঠকে বাংলাদেশ থেকে কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারী বেশ কয়েকজনের কথা জানিয়ে বিদেশি মিশনগুলোকে তাদের সম্পর্কে তথ্য দেয়ার নির্দেশনার কথাও উঠে আসে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে অর্থ পাচারের হাব হিসেবে সম্প্রতি আলোচনায় আসে কানাডার বেগমপাড়া। এখানে কোটি কোটি টাকা পাচারকারীদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা। তাদের মধ্য থেকেই ৮০ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছেন দুদক।গেল মাসে বেগমপাড়ায় বাংলাদেশি অর্থ পাচারকারীদের তালিকা দিতে রুল জারি করেন হাইকোর্ট। তালিকা জমা দেয়ার নির্ধারিত সময়ের ২ দিন আগেই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।