ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৫টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষার ফলে সেরা ১০ জনের তালিকায় জায়গা করে তাক লাগিয়ে দিলেন মাদ্রাসা শিক্ষার্থী আশরাফুল আলম। গাজীপুর মহানগরীর টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই শিক্ষার্থী সর্বশেষ গতকাল মঙ্গলবার (২০ জুন) প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ‘৫ম’ স্থান অর্জন করেছেন।
আরো পড়ুন: একই কলেজ থেকে ১৪ শিক্ষার্থী বুয়েটে চান্স
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলেও চমক দেখিয়েছেন তিনি।
জানা যায়, আশরাফুল চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটে ৯ম, ‘খ’ ইউনিটে ৪র্থ, ‘গ’ ইউনিটে ২য় স্থান অর্জন করেছেন। গুচ্ছ অন্তর্ভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হয়েছেন ১০ম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ১ম স্থানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেন।
আশরাফুলের শিক্ষা জীবন ও বেড়ে ওঠা খুলনা জেলার কয়রা থানায়। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র আশরাফ। পড়াশোনা করেছেন গাজীপুর মহানগরীর টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। তার বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে খুলনার সৌন্দর্য কপোতাক্ষ নদী।
শিক্ষার্থী আশরাফুল তার নিজ এলাকা খুলনার গোবরা দাখিল মাদ্রাসা থেকে ২০২০ সালে দাখিল ও ২০২২ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ সহ (গোল্ডেন) ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন।
এ সাফল্যের জন্য আশরাফ তার বাবা–মা ও নিজের চেষ্টা মাদ্রাসার মোটিভেশানকে কৃতিত্ব দিয়েছেন। কিভাবে তিনি সাফল্য পেয়েছেন সে বিষয়েও তিনি কথা বলেছেন।
আশরাফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাবা–মা অনেক কষ্ট করেছেন আমার জন্য। আমিও চেষ্টার কোনো ত্রুটি করিনি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
ভালো ফলাফলের বিষয়ে তিনি বলেন, আমি কখনো ঘড়ি ধরে পড়িনি। সময় নষ্ট না করে নিয়মভাবে পড়ার চেষ্টা করতাম। নিয়মিত পড়াশোনা, অধ্যবসায়, সর্বোচ্চ চেষ্টা এবং আল্লাহর রহমত তার এ সাফল্য এনেছে বলে মনে করেন তিনি।