ডেলটা ঠেকাতে সিডনিতে ৭ দিনের লকডাউন

shikkhabarta_sydney

ডেস্ক,২৬ জুন ২০২১,
করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয় সময় আজ শনিবার থেকে এক সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার সীমান্তে বিধিনিষেধ মেনে চলার বিষয়েও সতর্কতা জারি করেছে। খবর এএফপির।
বিমানবন্দর থেকে হোটেলে কোয়ারেন্টিনে রাখার পর ৮০ জনের বেশি আন্তর্জাতিক ফ্লাইটের ক্রুর করোনা শনাক্ত হয়। সিডনিতে স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ খুবই কম ছিল। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখন হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অন্যতম সফল দেশগুলোর একটি হলো অস্ট্রেলিয়া। সেখানকার ২ কোটি ৫০ লাখ মানুষের মধ্যে ৩০ হাজার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৯১০ জনের।
Source: Prothom alo

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।