আহমেদ নাসিম আনসারী,ঝিনাইদহ প্রতিনিধি, ০৩ ডিসেম্বর: ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা,দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে “বাঁধ ভাঙ্গো,দুয়ার খোল-একীভূত সমাজ গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এইড কমপ্লেস্ক থেকে র্যালী বের হয়ে মডার্ণ মোড় হয়ে এইড কমপ্লেস্ক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।অনুষ্ঠানে আলোচনা সভা ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী কে.সি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল বাছিত মিঞা।শুভেচ্ছা বক্তব্য রাখেন এইড’র চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ।এস.এল.এফ নেদারল্যান্ডস এর সহযোগিতায় এইডের বাস্তবায়নে প্রক্লপ সম্পর্কে অবগত করেন প্রতিবন্ধি শিশু পুনর্বাসন কর্মসূচির উপ-কর্মসূচি সম্বনয়কারী সুরাইয়া পারভীন শিল্পি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন,মডার্ন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাইরুল বাশার,সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অবঃ প্রাপ্ত উপাধ্যাক্ষ এন এম শাহজালাল, হরিণাকুন্ডু সহকারি লালন শাহ ডিগ্রি কলেজের অধ্যাপক এহতেশামুল হক নতুন ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিচালক (কর্মসূচি) আশাবুল হক, উপ-পরিচালক প্রশাসন আব্দুর রশীদ,প্রতিবন্ধী শিশুর মাতা বুলু রানী,আফরোজা বেগম,শাহন,সুজন,আনোয়ারা,জিনিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে চিত্রাংক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিদের মধ্যে প্রধান অতিথি ও অতিথিগন প্রতিবন্ধি শিশুদের মাঝে পুরুস্কার বিতরন করেন।আলোচনা ও অনুষ্ঠান সভা পরিচালনা করেন শফিক আকরাম। এস.এল.এফ নেদারল্যান্ডস এর সহযোগিতায় এইডের বাস্তবায়নে অনুষ্ঠানের সার্বিক ভাবে সহযোগিতা করেন এইডের ড্রিম প্রকল্পের টিডিও চন্দন বসু মুক্ত,প্রতিবন্ধি শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারী প্রগ্রাম অফিসার ফাতেমা জাহান রুমা,এইড’র প্রগ্রাম অফিসার মাহামুদ আলী,আবু বকর,মাঠ সংগঠক নুরুল ইসলাম,মধু মঙ্গল বাকচি,রুমাইয়া ইয়াসমিন রুনা,সহকর্মসুচি সমন্বয়কারী তারিক ।অনুষ্ঠানে প্রতিবন্ধি শিশুদের অভিভাবক,বিভিন্ন এনজিও কর্মী, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ,সাংবাদিক,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার-মানুষ উপস্থিত ছিলেন।