নিজস্ব প্রতিবেদক,২০ নভেম্বর ২০২২: সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ আপাতত হচ্ছে না। এমন আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২০ নভেম্বর) এ বিষয়ে একাধিক আবেদনের শুনানি হয়।
শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশ দেন। এ বিষয়ে হাইকোর্টে রায় স্থগিত করে স্থিতাবস্থা জারি করেন সর্বোচ্চ আদালত।
আরো পড়ুন: নভেম্বরে আবার ২য়ধাপে প্রাথমিকের বদলি শুরু
শিক্ষক নিয়োগে জ্যেষ্ঠতার বিধানে এ স্থিতাবস্থা দেওয়া হয়েছে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য আদালত গ্রহণ করেছেন।