জয়পুরহাট প্রতিনিধি : ২৯ এপ্রিল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীকে যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।
শনিবার দুপুরে আটাপাড়া রেলগেট এলাকায় ধর্ষক সুইট-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য আফজাল হোসেন আঙ্গুর, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র ও স্থানীয় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। সমাবেশে বক্তারা স্কুল শিক্ষার্থীর ওপর যৌন হয়রানির মূল হোতা বখাটে সুইটের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
২৩ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে সুইট ওই ছাত্রীকে ফুসলিয়ে জয়পুরহাটের একটি বাড়িতে নিয়ে যান। এ সময় চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করে ওই বখাটে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করলে পুলিশ ওই রাতেই ধর্ষককে গ্রেফতার করে।